ডাকছে মহান রব্
এসো দ্বীনের পথে,
ফেলে আসো সব
এসো ইসলামের ছায়াতলে।
বিশাল পৃথিবীর এই সৃষ্টির মাঝে
আছে যত নেয়ামত,
উপর দিকের আকাশটা প্রভুর
অফুরন্ত রহমত।
আসছে ভেসে মিনার থেকে
মোয়াজ্জিনের সুর,
এখনো কি তুমি আছ ডুবে
গুনাহে মাশগুল।
এই পৃথিবীতে,
মিলে না কারো চোখ আর
বৃদ্ধাঙ্গুলের চাপ,
প্রভু মোদের আছে একজন
এখনই ভুলগুলো চাও মাফ।
মিনার থেকে আসলো ভেসে
মধুর সুরের গান,
মসজিদে যাইতে তোমার
মন যেন করে আনচান।
চাও যদি হতে সব
প্রভুর আপন,
সবার আগে করো নিজের
নফসকে দাফন।