আশিক মাহমুদ রিয়াদ
ঝরাপাতা আর শুকনো দিনের দিনলিপি
যে শোকে দিন শেষে আসে মৃত্যুর যন্ত্রণা
যে কষ্টে পুড়ে যায় নীল কুন্ঠিত আশা
কালের বেখেয়ালে পুড়ে যাই আমরা.
নক্ষত্র নিঝুম তপবন শ্রান্ত
রাক্ষসের জয়ধ্বনিতে লুটিয়ে পড়ে সুবোধ
শান্ত-ক্লান্ত, মলিন কোন পান্ডুলিপি
যক্ষের ধণ হারায়ে সে হয়ে যায় অভাগা
লালসার চোখ জুড়ে বিভৎস ক্রোধ
যে ক্রোধের আগুনে পুড়ে যাই,
তোমার আমার মাঝে সৃষ্টি হয় দ্বৈরথ,
আলোক ছায়ার দিন শেষে!
দিন আসে দিন যায়,
স্মৃতি হত্যার দায়ে আসামীর হয় মৃত্যুদন্ড
ঠিক-বেঠিকের ময়নাতদন্তে
সাপের গর্ত থেকে বের হয় নেউলে ।
মাঘ পেড়িয়ে ফাগুন এলে
লালচে রাঙা প্রভাত দিনে
তোমার পদার্পণ ঘটে অন্য কোন কাল ছোবলে
সেই কাল ছোবল তোমাকে নিঙরে ফেলে
সুখ রজনী পাড় করে
ঘটে যায় কত নৃশংস হত্যাকাণ্ড..
রাতের অন্ধকার ঘিরে ধরে চারপাশ..
চোখ দুটো অসাঢ় হয়ে আসে..
ঝুম ঝুম নিঝুম বিহ্বল শব্দে..
আমি প্রতিরাতে খুন হয়ে যাই..
কল্পনার আল্পনায় তোমার ছবি এঁকে।