ধানসিঁড়িটির তীরে ছন্দের যত কথা

ধানসিঁড়িটির তীরে ছন্দের যত কথা
সন্ধ্যে রাতে ডিঙি নৌকার টিমটিমে আলো,
মাগরিবের আজান,গুড়ি গুড়ি বৃষ্টি।
কত দৃশ্যপট চোখে ভাসে,
কত মানুষ কত গল্প, কেউ মন্দ কিংবা ভালো।
ধানসিঁড়ি চিড়ে বেড়িয়ে যায় কমলা রকেট
কেউ বাঁচে বিলাসীতায় কারো ফুটো পকেট।
বিকেল গড়িয়ে নামে অন্ধকার
ঝিরিঝিরি বৃষ্টি
আদর সোহাগ,ভালোবাসাবাসি
এসব নিয়ে এই সন্ধ্যে রাত,
গন্তব্যের যে আরেকটু বাকি!
.
এমন ঘনঘোর বর্ষায় দু’ চার বারের জন্য পিরোজপুর থেকে বরিশালে নদী পথে ভ্রমণ করেছি, এ জনপদের পরিবেশ এবং প্রকৃতি দেখে মন্ত্রমুগ্ধ হয়ে বাকরুদ্ধ হয়েছি৷ কানে পানির ছলাৎ ছলাৎ শব্দ। বৃষ্টিতে বিভিন্ন রকমের ফুলের ঘ্রাণ আমাকে বারবারই আবেগী করে তুলেছে।বাংলার কৃত্রিম সুয়েজ খাল খ্যাত এ নদীটির নাম ধানসিঁড়ি। কবি জীবনানন্দ দাশের স্মৃতিবিজড়িত ধানসিঁড়ি নদীটি যুগে যুগে কত কালের সাক্ষী হয়ে আছে। ধানসিড়ির বুক চিড়ে চলে দেশের শতবর্ষী প্যাডেল স্টিমার গুলো।কতসব স্মৃতি জড়ানো এ জনপদে৷
বিকেলে ফুটবল খেলা শেষে উঠতি বয়সের দুরন্ত কিশোরেরা ঝাপিয়ে পড়ে নদীতে৷ কী দারুন লাগে দেখতে! নদীর পাড় ঘেষা বাজার, আর সেই বাজারে দোকান থেকে ভেসে আসে পেঁয়াজু ভাজার সুঘ্রাণ৷
বৃষ্টিস্নাত কোন সন্ধ্যায় নদীর পাড় ঘেষা কোন শসানে শবদাহ করা হয়,
মাথায় টুপি দিয়ে সাদা দাঁড়ি চুলে বয়স্ক মুরব্বীরা হাটে মসজিদের দিকে।
ধানসিঁড়িটির তীরে ছন্দের যত কথা
বালু বোঝাই জাহাজ ডুবে যাওয়ায় সেটির উদ্ধার করছে ডুবুরি।
আরেকটু সময় গড়িয়ে যখন আসি সন্ধ্যা নদীতে তখন নেমেছে সন্ধ্যা। গুড়ি গুড়ি বৃষ্টি! নদীতে টিমটিমে আলো জ্বলে। ডিঙি নৌকা গুলো মাছ ধরায় ব্যস্ত। বড় বড় জাহাজ চলে যায়। পানির ছলাৎ ছলাৎ শব্দ।
ধানসিঁড়িটির তীরে ছন্দের যত কথা
এ যেন একটি সিনেমার দৃশ্যপট!
 অন্তত একবার হলেও আপনার এই নদী পথে ভ্রমণ করা উচিত।
বাংলাকে নিয়ে ডিপ্রেশনে ভোগার আগে অন্তত এই জনপদে একবার ভ্রমণ করে দেখতে পারেন। কিংবা অনেকদিন ধরে হয়ত ভাবছেন কিছু লিখবেন কিন্তু লিখতে পারছেন না।আপনিও এই পথে ভ্রমণ করে দেখতে পারেন।
ধানসিঁড়িটির তীরে ছন্দের যত কথা
বাংলার এই চিরচেনা রূপক দেখে কবি জীবনানন্দ দাশের কবিতায় ফুটে উঠেছিলো-“আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়”

কমলা রকেট তখন ধানসিঁড়ি পেরিয়ে সুগন্ধা নদীর হিমেল বাতাসে ছুটে চলছে। ধানসিঁড়ির মুখ থেকে বেরিয়ে সুগন্ধা নদীর ওপার ঘেষা ইউটার্ন নিয়ে নোঙর করে ঝালকাঠি স্টিমার ঘাটে।

ধানসিঁড়িটির তীরে ছন্দের যত কথা

 

দক্ষিণ বঙ্গের মানুষ হয়ে এই রুটে ভ্রমণ করেননি এমন মানুষ খুব কমই আছে৷
শেষবার খুব সম্ভবত গতবছরের ডিসেম্বরে লঞ্চ ভ্রমণে বরিশালে গিয়েছিলাম।অনেক দিন যাওয়া হয় না। যাওয়া হবে কি করে এই কঠিন সময়ে মাথায় এরকম এক ঝাক কল্পনা ছাড়া আর কি ই বা আছে?
ধানসিঁড়িটির তীরে ছন্দের যত কথা
আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে-এই বাংলায়!
ছবিগুলো ২০১৮ সালে তোলা-সেদিন প্রথমবারের মতো স্টিমারে চড়ে পিরোজপুর থেকে বরিশালে গিয়েছিলাম।
দিন বয়ে যায়,স্মৃতি থেকে যায়।)

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
সত্যিই কি শাকিবকে চুমু দিয়েছেন সোনাল চৌহান? Dard Movie Relased | Trailer | Teaser

সত্যিই কি শাকিবকে চুমু দিয়েছেন সোনাল চৌহান? Dard Movie Relased | Trailer | Teaser

সিনেমানামা শাকিব খানের সাথে চুটিয়ে অভিনয় করছেন ইমরান হাশমির একসময়ের নায়িকা সোনাল চৌহান। ২০০৮ সালে মুক্তি পাওয়া বলিউড ব্লকবাস্টার জান্নাত সিনেমায় ইমরান হাশমীর বিপরীতে ছিলেন ...
কবিতা- 'ছেঁজুতি' |মো. তৌহিদুল ইসলাম 

কবিতা- ‘ছেঁজুতি’ |মো. তৌহিদুল ইসলাম 

|মো. তৌহিদুল ইসলাম   ছেঁজুতি, তোমার আকাশে হয়ত অনেক আলো-মিটমিট করা তারা ছিল। কিন্তু, আমিও তো সেখানে ছিলেম, অবশ্যি, আলো আমার কিছু- কম ছিল বৈকি। ...
ভোলা-বরিশাল সেতু নির্মাণ হবে কবে? Bhola Barishal Bridge

ভোলা-বরিশাল সেতু নির্মাণ হবে কবে? Bhola Barishal Bridge

পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর থেকে, গণপরিবহনে যাতায়াত সহ বিভিন্ন নাগরিক সেবা পেয়ে খুশি দক্ষিণাঞ্চলের প্রায় সব ক’টি জেলা। কিন্তু শুধু পদ্মা সেতুর সরাসরি সেবা ...
ডাকবাক্স

ডাকবাক্স

হুমায়রা বিনতে শায়রিয়ার মনে পড়ে প্রিয়- একটা চিরকুট পাঠিয়েছিলে, লিখেছিলে ভালোবাসো আমায়। সাথে দিয়েছিলে কালো কাচেঁর চুড়ি আর টিপের পাতা! আরো ছিলো কিছু। রাস্তায় দাড়িঁয়ে ...
গল্প: কে চোর?

গল্প: কে চোর?

আহসান হাবিব আরাফ ১ ‘অপয়া কি মা?’ ভেজা চোখ নিয়ে মাকে প্রশ্ন করে খুকু। মায়ের শুকনো মুখে কোনো জবাব নেই।’নিশির মায়ে আমারে কয় চোরের মাইয়া।মা ...
গল্প: যোগ বিয়োগ

গল্প: যোগ বিয়োগ

জোবায়ের রাজু  প্রচন্ড মন খারাপ নিয়ে ঈদগাঁ থেকে নামায শেষ করে আলম খান বাসায় এসে সোফায় গা এলিয়ে দিলেন। এরকম বিবর্ণ মুখ আলম খানের আগে ...