সুজন আরিফ
তোমার দোষ একটাই,তুমি কেন নক্ষত্রের প্রতিবেশী
জানতো,সুদূরে চোখ রেখে-
উড়ন্ত পাখি দেখা আমার বহুদিনের স্বভাব
স্পর্শের নামতায় উড়িয়ে দিই প্রণয়ের দারুণ ফানুস
ভেঙে যাবে সন্দেহের যাবতীয় দেয়াল
একটি নয়,শত ফাগুন ধরা দেবে প্রতিকূল মধ্যরাতে।
আমাদের সময়ে কেবল আমাদের-ই অধিকার
দিগন্ত কাঁপিয়ে আনন্দে জেগে রবে বহতা নদী
অপয়া ইতিহাস মুছে যাবে চিরতরে
মানুষের স্বপ্নে শুধুই আমরণ প্রেমের প্রদীপ
মর্মজ্বালা ভুলে খুঁজে নেবে বিশুদ্ধ সবুজ পাতার ছবি।
তোমার দোষ ঐ একটাই,তুমি কেন নক্ষত্রের প্রতিবেশী!
সহকারী অধ্যাপক
বাংলা বিভাগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।