মহীতোষ গায়নে
পুরানো স্মৃতি যায় না কভু ভোলা
কিছু স্মৃতি তেমনি বিস্বাদ,
কিছু স্মৃতি যতই মুছে ফেলা
দিন কেটে যায় পূরণ হয় না খাদ।
যাও ভুলে যাও পুরানো সব বিবাদ
সব অভিমান দূরে সরিয়ে রাখো,
নববর্ষে নতুন করে বাঁচো …
হৃদয়-পটে স্বর্গীয় প্রেম আঁকো।
নতুন মুক্তি বার্তা ছড়াক নববর্ষে…
তাই এসো সব হিংসা বিভেদ ভুলে
রুটি-রুজিতে থাকবে মানুষ হর্ষে,
সম্প্রীতির সে বিজয় পতাকা তুলে।