সেকেন্দার আলি সেখ
মিনার থেকে,
মধুর আজান ভোরের আলোয় ছড়িয়ে পড়ে
ছড়িয়ে পড়ে আঁধার ঘেঁষে শহর -নগর দূরের গড়ে l
আজান শুনে ডাকলো পাখি রাতের শেষে ঘুচলো কালো
নবীর নামে সাত-মহলায় ছড়িয়ে গেল খুশির আলো l
খুশির আলো ঠিকরে পড়ে পাহাড় ছুঁয়ে সাগর কূলে
মহম্মদের মধুর সুরে মধুপ ছোটে হাজার ফুলে l
সেই নামেতে পাখির কুজন ছড়িয়ে দিলো জ্ঞানের বাণী
নবীর প্রেমে জম জম কূপ আরব ভূমে জোগায় পানি l
নবীর প্রেমে তামাম জাহান পাগল হয়ে সেজদা করে
তৌহিদ বাণীর পরশ পেয়ে শান্তি আসে সবার ঘরে l
দেখায় দিশা আমার নবী প্রেমের বানী ছড়িয়ে দিয়ে
ছড়িয়ে গেল কোরান হাদিস বাঁচলো মানুষ
ঈমান নিয়ে l
দক্ষিন ২৪ পরগণা,পশ্চিমবঙ্গ, ভারত।