আহাদ বিন আসলাম
এই শহরে শব্দোল্লাস ঢেকে যায়
নাগরিক ক্লান্তিতে,
প্রতি পাতায় লেখা হয়
নানারকম অপ্রাপ্তির অনুচ্ছেদ।
গল্পের ব্যবচ্ছেদে হাতড়ে পাওয়া যায় না
সুখের ছিটেফোটা-
‘নেই’ আর ‘চাই’ এর আধিক্যে
হারিয়ে যায় ‘ভালো আছি’।
এই শহরে ক্লান্তিরা বাড়ি ফেরে
প্রতি সন্ধ্যায়,
আনন্দেরা দেখা দেয়
হয়তো কোন উতসবে।
নাগরিকতা কেড়ে নেয়
উৎফুল্ল হাসির আয়োজন,
তবুও এই শহরে বেঁচে থাকা হয়-
যুদ্ধ করাকে, টিকে থাকার সংগ্রামকে
‘বেঁচে থাকা’ নাম দেওয়া হয়!