নারী আটকায় কিসে?

নারী আটকায় কিসে?

আশিক মাহমুদ রিয়াদ

নারী পুরুষে আটকায় না,
নারী আটকায় অর্থে, বিত্তে, শৌর্যে!
নারী কখনোই পৌরষে আটকায় না
নারী ছিড়ে, নাড়ি..জন্ম দেয় ফুল।
প্রথম কান্নায়, প্রথম শব্দে মা বলেই ডেকে ওঠে-
স্নিগ্ধ-শীতল নিষ্পাপ ফুল।

https://youtu.be/f4lF8rq_b5w

নারী..সে তো..ধরণীতলে সুখের ছায়া!
নারী..সে তো দেশ মাতৃকা..
নারী..জলস্রোতের ধারায় বহে
নারী..কখনোই আটকায় না৷

নারী ভীষণ পাষাণ, করে দেয় খান খান!
নারী আটকায়, আঁটকুড়ে, চালভাতে,ফ্যানকুড়ে!
নারী আটকায় শুধু, নিষ্পাপ সন্তানের মুখ চেয়ে!
নারী থেকে যায়, রয়ে যায়, সয়ে যায়!
নারী যে আটকায়, মা’ ডাক শুনে!

নারী-পুরুষে টানে আজও ভেদাভেদ..
পুরুষ হয়েও নারীতে-নাড়ির টান।
আমার স্ত্রী, আমার মা.. আমার মেয়ে।
নারী তো আমাতেই আটকায়..
নারী পুরুষেই আটকায়, পুরুষ আটকায় নাড়িতে!

শান্ত-প্রবাহের জলও হয় অশান্ত,
বাতাসে বাতাসে ফিস ফিস ধ্বনীতে ওঠে ঝড়!
নারী কখনো ভুলে যায় মমতা, নিজের সুখের আশায়-
ভেঙে দেয় বাঁধণের জড়তা, পিশাচের ন্যায় জ্বলে ওঠে গৌড় নীলম্বর বৈষুব-বিষে!
নারীকে আটকায়, সাধ্য কিসে?
সন্তান, মা’মা’মা ডাক। নারী তাও আটকায় না।
সেই তো ছেড়ে, পরপৌরুষের হাত ধরে-
নারী চলে যায় অবলীলায়..হেরে যায় পুরুষ।

পুরুষের বাণে, হেরে যায় নারী-
পৃথিবীতে আছে জড়তা,
আছে বৈষম্য-আঁধার-আলোর রঙ্গলীলা।
রাগ ঝড়, ঝণঝণিয়ে নৃত্যে কাসার থালা।
এতে ভেদাভেদ বাড়ে, অসুস্থ বিষ-বাষ্প ছাড়ে
গন্ধম স্বাদে ধরণীতে নামে পাপের বোঝা।
নারী কখনো আটকায় না, বেহেশতে-ধরণীতলে।


নারী আটকায়, পৌরষের বাণে!
নারী আটকায়, মা’ডাকে।
মমতায় স্নেহের নিগুড় নিষ্পাপ আলিঙ্গনে!
নারী আটকায় বার বার, প্রতিবার।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
কষ্ট

কষ্ট

ফখরুল ইসলাম সাগর   কষ্টটা সবারি থাকে মনে, প্রকাশ পায়না তা __ কখনো আচরনে।   নিজের কষ্ট নিজে পুষি মনে, বুঝেনা তা কখনো ___ অন্য ...
ক্যাডাভার

ক্যাডাভার

আশিক মাহমুদ রিয়াদ বাতাসের স্নেহ, পায়ে শুড়শুড়ি দিয়ে যায় মানুষ ভাসে স্বপ্নে; যাপিত আকাঙ্খায়। তিমির রাত্রি জ্বলে প্রদীপ শিখায়, স্বপ্ন সেখায় অট্টালিকা? সেই তো কৃশকায়! ...
অণুগল্প - বোহেমিয়ান

অণুগল্প – বোহেমিয়ান

তারেকুর রহমান বাহিরে একটু তাকিয়ে দেখ একটা ল্যাম্পপোস্ট ঠাঁয় দাঁড়িয়ে আছে। অথচ পৃথিবী ঘুমিয়ে, চারদিকে নিস্তব্ধতা। কিন্তু ঐ ল্যাম্পপোস্টটার দাঁড়িয়ে থাকায় একটুও ক্লান্তি নেই। আমি ...
ঈদুল-আযহা এল

ঈদুল-আযহা এল

নয়ন হাসান অতিবাহিত হইয়া একটি বৎসর, ঈদুল-আযহা আসিল আবার, “হে মুমিন-মুসলমান”, খোদার রাহে কোরবানি কর, গরিব-দুঃখীদের যাকাত দাও, মুক্ত চিত্তে কর দান। সকল হিংসা-বিদ্বেষ, রেষারেষি ...
মৃধা আলাউদ্দিনের বই : সামনের শীতে মানুষ রৌদ্র হবে

মৃধা আলাউদ্দিনের বই : সামনের শীতে মানুষ রৌদ্র হবে

আল হাফিজ হাজার বছরের বাংলা কবিতার ক্রমবিকাশময় ইতিহাসের দিকে তাকালে বেশ কটি বাঁক বদলের চিত্র খুব সহজেই চিহ্নিত করা যায়। নদীর গতিধারার মতোই যা সতত ...
লুৎফুজ্জামান বাবর এখন কোথায়?

লুৎফুজ্জামান বাবর এখন কোথায়?

বাংলাদেশীদের রক্তে রক্তে যে বিপ্লব, সেটি আবারও প্রমাণ হয়ে গিয়েছে। যদি বলা হয় বিপ্লবের রঙ কি তাহলে বলতে হবে, বিপ্লবের রং লাল সবুজ। বাংলাদেশীরা তাই ...