আশিক মাহমুদ রিয়াদ
নারী পুরুষে আটকায় না,
নারী আটকায় অর্থে, বিত্তে, শৌর্যে!
নারী কখনোই পৌরষে আটকায় না
নারী ছিড়ে, নাড়ি..জন্ম দেয় ফুল।
প্রথম কান্নায়, প্রথম শব্দে মা বলেই ডেকে ওঠে-
স্নিগ্ধ-শীতল নিষ্পাপ ফুল।
https://youtu.be/f4lF8rq_b5w
নারী..সে তো..ধরণীতলে সুখের ছায়া!
নারী..সে তো দেশ মাতৃকা..
নারী..জলস্রোতের ধারায় বহে
নারী..কখনোই আটকায় না৷
নারী ভীষণ পাষাণ, করে দেয় খান খান!
নারী আটকায়, আঁটকুড়ে, চালভাতে,ফ্যানকুড়ে!
নারী আটকায় শুধু, নিষ্পাপ সন্তানের মুখ চেয়ে!
নারী থেকে যায়, রয়ে যায়, সয়ে যায়!
নারী যে আটকায়, মা’ ডাক শুনে!
নারী-পুরুষে টানে আজও ভেদাভেদ..
পুরুষ হয়েও নারীতে-নাড়ির টান।
আমার স্ত্রী, আমার মা.. আমার মেয়ে।
নারী তো আমাতেই আটকায়..
নারী পুরুষেই আটকায়, পুরুষ আটকায় নাড়িতে!
শান্ত-প্রবাহের জলও হয় অশান্ত,
বাতাসে বাতাসে ফিস ফিস ধ্বনীতে ওঠে ঝড়!
নারী কখনো ভুলে যায় মমতা, নিজের সুখের আশায়-
ভেঙে দেয় বাঁধণের জড়তা, পিশাচের ন্যায় জ্বলে ওঠে গৌড় নীলম্বর বৈষুব-বিষে!
নারীকে আটকায়, সাধ্য কিসে?
সন্তান, মা’মা’মা ডাক। নারী তাও আটকায় না।
সেই তো ছেড়ে, পরপৌরুষের হাত ধরে-
নারী চলে যায় অবলীলায়..হেরে যায় পুরুষ।
পুরুষের বাণে, হেরে যায় নারী-
পৃথিবীতে আছে জড়তা,
আছে বৈষম্য-আঁধার-আলোর রঙ্গলীলা।
রাগ ঝড়, ঝণঝণিয়ে নৃত্যে কাসার থালা।
এতে ভেদাভেদ বাড়ে, অসুস্থ বিষ-বাষ্প ছাড়ে
গন্ধম স্বাদে ধরণীতে নামে পাপের বোঝা।
নারী কখনো আটকায় না, বেহেশতে-ধরণীতলে।
নারী আটকায়, পৌরষের বাণে!
নারী আটকায়, মা’ডাকে।
মমতায় স্নেহের নিগুড় নিষ্পাপ আলিঙ্গনে!
নারী আটকায় বার বার, প্রতিবার।