নারী আটকায় কিসে?

নারী আটকায় কিসে?

আশিক মাহমুদ রিয়াদ

নারী পুরুষে আটকায় না,
নারী আটকায় অর্থে, বিত্তে, শৌর্যে!
নারী কখনোই পৌরষে আটকায় না
নারী ছিড়ে, নাড়ি..জন্ম দেয় ফুল।
প্রথম কান্নায়, প্রথম শব্দে মা বলেই ডেকে ওঠে-
স্নিগ্ধ-শীতল নিষ্পাপ ফুল।

https://youtu.be/f4lF8rq_b5w

নারী..সে তো..ধরণীতলে সুখের ছায়া!
নারী..সে তো দেশ মাতৃকা..
নারী..জলস্রোতের ধারায় বহে
নারী..কখনোই আটকায় না৷

নারী ভীষণ পাষাণ, করে দেয় খান খান!
নারী আটকায়, আঁটকুড়ে, চালভাতে,ফ্যানকুড়ে!
নারী আটকায় শুধু, নিষ্পাপ সন্তানের মুখ চেয়ে!
নারী থেকে যায়, রয়ে যায়, সয়ে যায়!
নারী যে আটকায়, মা’ ডাক শুনে!

নারী-পুরুষে টানে আজও ভেদাভেদ..
পুরুষ হয়েও নারীতে-নাড়ির টান।
আমার স্ত্রী, আমার মা.. আমার মেয়ে।
নারী তো আমাতেই আটকায়..
নারী পুরুষেই আটকায়, পুরুষ আটকায় নাড়িতে!

শান্ত-প্রবাহের জলও হয় অশান্ত,
বাতাসে বাতাসে ফিস ফিস ধ্বনীতে ওঠে ঝড়!
নারী কখনো ভুলে যায় মমতা, নিজের সুখের আশায়-
ভেঙে দেয় বাঁধণের জড়তা, পিশাচের ন্যায় জ্বলে ওঠে গৌড় নীলম্বর বৈষুব-বিষে!
নারীকে আটকায়, সাধ্য কিসে?
সন্তান, মা’মা’মা ডাক। নারী তাও আটকায় না।
সেই তো ছেড়ে, পরপৌরুষের হাত ধরে-
নারী চলে যায় অবলীলায়..হেরে যায় পুরুষ।

পুরুষের বাণে, হেরে যায় নারী-
পৃথিবীতে আছে জড়তা,
আছে বৈষম্য-আঁধার-আলোর রঙ্গলীলা।
রাগ ঝড়, ঝণঝণিয়ে নৃত্যে কাসার থালা।
এতে ভেদাভেদ বাড়ে, অসুস্থ বিষ-বাষ্প ছাড়ে
গন্ধম স্বাদে ধরণীতে নামে পাপের বোঝা।
নারী কখনো আটকায় না, বেহেশতে-ধরণীতলে।


নারী আটকায়, পৌরষের বাণে!
নারী আটকায়, মা’ডাকে।
মমতায় স্নেহের নিগুড় নিষ্পাপ আলিঙ্গনে!
নারী আটকায় বার বার, প্রতিবার।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
একজন কবি এবং তার কবিতা | আতিদ তূর্য

একজন কবি এবং তার কবিতা | আতিদ তূর্য

আতিদ তূর্য এক. একটি সুস্বাদু জীবনের রেসিপি তোর খোপায় গুঁজে দেবো, পাহাড়ি কোন এক রঙিন ফুল। তোকে নিয়ে ১৮০০ ফুট উঁচুতে, হৃদয়ের টবে গুছিয়ে সাজাবো। মেঘ ...
কলম-কথা -মহীতোষ গায়েন

কলম-কথা -মহীতোষ গায়েন

 মহীতোষ গায়েন   যেদিন থেকে কলম ধরেছি,বলিনি হাজার কষ্ট দু:খগুলো চাপা পড়েছিলো কালি হয়েছিল নষ্ট, বুঝিনি সেদিন,বুঝিনি মানুষ কেন অবিরত কাঁদে; কেন অসহায় দীনদরিদ্র পড়ে ...
সত্যজিৎ রায় এবং শিল্প জগতে তাঁর নিরন্তর অবদান

সত্যজিৎ রায় এবং শিল্প জগতে তাঁর নিরন্তর অবদান

শিবাশিস মুখোপাধ্যায় সত্যজিৎ রায় এবং শিল্প জগতে তাঁর নিরন্তর অবদান শিবাশিস মুখোপাধ্যায় আজ সর্বকালের অন্যতম কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের 101 তম জন্মবার্ষিকী। শিল্পকলা ও ...
স্পর্শটি খুব গভীরে 

স্পর্শটি খুব গভীরে 

গোবিন্দলাল হালদার বোকা। শব্দটি বুকের ভেতর জমা হয়ে গেলো। পিকনিক স্পটে যতক্ষণ সরোজ ছিলো ততক্ষণ শব্দটি তার হৃৎপিÐের স্পন্দনের সাথে সমান তালে আঘাত দিয়ে যায়। ...
সার্থক শিক্ষা  -মোস্তাফিজুর রহমান হিমেল

সার্থক শিক্ষা -মোস্তাফিজুর রহমান হিমেল

|মোস্তাফিজুর রহমান হিমেল     আমি সেই কল্যাণ কামনা করিতেছি, যার আগমনে সার্থক হইবে পুস্তিকা পণ্ডশ্রম।   আমি সেই পর্বতের কথা বলিতেছি, যার শীতলতা-নিপীড়িত ব্যাক্তির ...
ঈদ এলো: ঈদ মোবারক

ঈদ এলো: ঈদ মোবারক

লুনা রাহনুমা মস্ত বড় আকাশটাতে চাঁদ উঠেছে কাস্তে সরু সোনার মতো ঝলমলে নয়, রুপার মতো মিহি পুরু। ছেলে বুড়ো বেজায় খুশি, দেখা গেছে চাঁদের হাসি ...