দু বছর সাত মাসের শিশুটি, একমনে
ধ্বংসস্তূপের মধ্যে এটা ওটা সরিয়ে
কিছু একটা খোঁজাখুঁজি করছে,
জিজ্ঞেস করতেই বলে
তার প্রিয় খেলনাটা নিখোঁজ।
সারা বস্তি হিংসার আগুনে ভস্মীভূত হয়েছে
ঘরবাড়ি, দোকানপাট সব জ্বলেপুড়ে ছাই
কতশত মানুষ আহত-নিহত, খবর নাই।
সে সবের কোন চিন্তা নেই তার
ভাঁজ কপাল নিয়ে খোঁজ চলছে প্রিয় খেলনার।
মানবতার নিখোঁজে তার দুঃখ নেই
অভিমান, কেন খেলনা খুঁজে দিচ্ছে না কেউ!
চারিদিকে কান্নার রোলের মাঝে
মায়ের আঁচল টেনে শিশুর নির্দোষ প্রশ্ন
মা আমার খেলনা কই?
পশ্চিমবঙ্গ,ভারত।