তাসলিমা নাসরিন
আমি যদি চতুর সুদর্শনা
তুমি দাদা আস্ত একটা চাঁদ ।
চুরি করে দেখলে আকাশ—দেখি
জোছনায় হৃদয় কেমন নাচে ।
তুমি যদি আস্ত একটা চাঁদ
আমি তার নিবিড় আলিঙ্গন,
আমি যদি নিবিড় আলিঙ্গন
তুমি এত অলস বাউণ্ডুলে
দিনে করো তিনশ’ পঁচিশ ব্ৰত ।
আমি থাকি ধর্মে অন্য মন
লোকে তার উল্টো অর্থ করে
লোকে যদি যা ইচ্ছে তাই বলে
বলো তাতে হচ্ছে কি কার কিছু ?
তুমি কেন বললে সবার মতো
আমি এক চতুর সুদর্শনা ?
তুমি তবে অন্য একটি লোক ?
তবে তুমি যে কোনো পুরুষ দাদা
বড় ভাল স্বার্থপরতা জানো ?
যত তুমি দেখো না দু’চোখ মেলে
বসে আছে অমল ধবল সুখ
তবু তুমি আস্ত একটা চাঁদ
তুমি নও অন্য সবার মতো ।
আমি যদি অন্ধকারের মেয়ে
ধরো আমি অন্ধকারের মেয়ে
তোমার কি আলোর অভাব দাদা ?