নীল অধ্যায়

নীল অধ্যায়

জোবায়ের রাজু

তিন ঘন্টার জার্নি শেষ করে খান সাহেব মধুপুর বস্তির পাশে এসে গাড়ি থামালেন। চারপাশটায় তাকিয়ে ধীরে ধীরে গাড়ি থেকে নামলেন। এটা যে এতই অজপাড়া গাঁও, তার ধারণা ছিল না। ধীর পায়ে খান সাহেব বস্তির দিকে এগিয়ে গেলেন। মানুষের জীবন এতই নিন্মস্তরের হতে পারে, এখানে না এলে বুঝতেন না। জীর্ণ পোশাক পরা কংকালসার দেহ নিয়ে বস্তির অসহায় মানুষগুলি ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে খান সাহেবের দিকে। এই বস্তিতে কেন এই লাট সাহেব, সবার চোখে মুখে এই প্রশ্ন ভাসছে। খান সাহেব তীক্ষè চোখে সব কিছু দেখছেন। ব্যাকুল চোখে খুঁজছেন দিনাকে। দিনা যে এখানে আছে, এটা তিনি গত সাত মাস ধরে জানেন।


ওই তো দিনাকে দেখা যাচ্ছে। পুষ্টিহীন শরীর নিয়ে একটি ভাঙাচুরা ঘরের দুয়ারে দাঁড়িয়ে। মেয়েটা তার এত নোংরা পরিবেশে থাকে, ভাবতেই বুকটা ভেঙে আসলো খান সাহেবের।
বাবাকে দেখতে পেয়ে দিনা চোখে মুখে রাজ্যের বিস্ময়তা নিয়ে হা করে তাকিয়ে থাকে। বাবা এখানে! খান সাহেব ইশারায় মেয়েকে ডাকতেই দিনা দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে শিশুর মত কাঁদতে লাগল। চোখ ভিজে এল খান সাহেবেরও। কাঁপা গলায় বললেন,‘তুই এখানে থাকিস মা? আমি তোকে নিতে এসেছি।’ বাবার কথায় কান না দিয়ে দিনার অঘোর ধারার কান্নার গতি বাড়তে থাকল।
২.
গাড়িতে বাবার পাশে বসে আছে দিনা। খান সাহেব নিজেই ড্রাইভ করছেন। দিনা ছোট্ট করে বলল,‘নতুন এই গাড়িটা আবার কবে কিনেছো আব্বু?’ খান সাহেব নিচু গলায় বললেন,‘কিনিনি। কম্পানি গত মাসে গিফট করেছে।’ দিনা চুপচাপ বসে রইল। বাবাকে তার অনেকগুলি প্রশ্ন করতে ইচ্ছে করছে। মা, দাদুভাই, ইপ্তি আর ইভা দু বোন কেমন আছে? খাঁচার কাকাতুয়াটি আছে কিনা, তোতা পাখিটি কি এখনো কাউকে দেখলে ‘কে এসেছে কে এসেছে’ বলে কথা বলে? ইভার টবের গোলাপ গাছে ফুল এসেছে? তোমার কি এখনো শ্বাসকষ্ট হয়? ছোট মামা কি এখনো কানাডা থেকে সকাল সন্ধ্যা কল করে? নাহ, এসব প্রশ্ন বাবাকে করতে চেয়েও করতে পারছে না। দুই বছর আগের সেই অতীত যে তাকে আজ বোবা করে রেখেছে। ওই সোনার সংসার ফেলে যাদেরকে ছেড়ে সে এক কাপড়ে মিযানের কাছে চলে এসেছে, তাদের কথা কোন মুখে জিজ্ঞেস করবে বাবাকে! কিংবা বাবা কি এখনো তাকে ক্ষমা করেছে পুরোপুরি!


খান সাহেব চুপচাপ গাড়ি ড্রাইভ করে যাচ্ছেন। মেয়েকে বললেন,‘মিযানকে দেখলাম না যে?’ দিনা কোন কথা বলে না। খান সাহেব আবার বললেন,‘কোথায় মিযান?’ দিনা ¤øান গলায় বলল,‘বাজারে জুতা সেলাই করে। মুচি।’ চোখ বড় বড় করে খান সাহেব মেয়ের দিকে তাকিয়ে থাকেন। মনে মনে ভাবলেন জন্মের পর থেকে সোনার চামচ মুখে নেয়া তার মেয়েটা সব কিছু ছেড়ে সামান্য একটা মুচির কাছে এসেছে? হঠাৎ দিনা হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল,‘ওই শূয়োরটা আমাকে সুখ দেখায়নি আব্বু। রোজ গায়ে হাত তোলে। অথচ ওর জন্যই আমি তোমাদেরকে ফেলে চলে এসেছি।’ কান্না বাড়তে লাগল দিনার। মেয়ের অবস্থা দেখে খান সাহেবও কাতর হয়ে গেলেন। তিন মেয়ের মধ্যে এই মেয়েকে বড় ভালোবাসতেন তিনি। জন্মের পর থেকে মেয়ের কোন আবদার অপূণ্য রাখেননি। নাচ গান শিখিয়েছেন। ভালো স্কুলে পড়িয়েছেন। ভরা আবেগের বয়সে এসে মেয়ে দিনা মিযান নামের একজনকে ভালোবেসে ঘর ছেড়েছে। আকস্মিক এই ঘটনায় খান বেশ আঘাত পেলেন। দিন দিন মেয়ের প্রতি তার রাগ বাড়তে থাকে।
কিন্তু গত ক’সপ্তাহ ধরে খান সাহেব বার বার মেয়ে দিনাকে স্বপ্নে দেখছেন। দিনা কোন এক নির্জন নদীর কূলে বসে গলা ফাটিয়ে কাঁদছে। কয়েক দফা এই স্বপ্ন দেখেন খান সাহেব। তার স্বপ্ন বেশীর ভাগ সত্যিই হয়। মন বলছে মেয়েটা ভালো নেই। সে কারণে মেয়ের উপর এতদিনের সমস্ত রাগ অভিমান ফিকে হতে থাকে।


গাড়ি থেকে নেমে দিনা বাবার সাথে ইসলাম মঞ্জিলের সামনে দাঁড়ালো। এটা দিনাদের বাড়ি। দু বছর পর আজ বাবার সাথে এই বাড়িতে এসে বুকটা হু হু করে উঠল দিনার। এই দু বছরে বাড়ির পরিবেশ খানিকটা বদলেছে। গেটের সামনে যে বাগান বিলাস গাছটা ছিল, সেটা আর নেই।
এতদিন পর বড় বোনকে দেখে ইপ্তি আর ইভার কোন ভাবান্তর হল না। দু বোনকে দেখে দিনা উচ্ছাস গলায় বলল,‘তোরা কেমন আছিসরে?’ ইপ্তি বোনের প্রশ্নকে পাত্তা না দিয়ে বলল,‘খারাপ লাগলেই বা তোর কি? কেন এসেছিস? এ বাড়ি থেকে তো একেবারেই চলে গেলি?’ ইপ্তির কথা শোনে ইভা ঠোঁট বাঁকিয়ে হাসলো কেবল। দু বোনের আচরণে ধাক্কার মত খেল দিনা। খান সাহেব সম্ভবত সেটা টের পেয়ে বললেন,‘তোকে প্রথমে কেউ স্বাভাবিকভাবে গ্রহন করবে না। কারো কথায় কিচ্ছু মনে করবি না।’ বাবার কথা শুনে বড় আনন্দে কান্না আসছে দিনার।



মিসেস রেবেকা সিঁড়ি বেয়ে নিচে নামলেন। আচমকা মেয়েকে দেখে তিনি হাইপাওয়ারের চশমার ভেতর থেকে হা করে তাকিয়ে রইলেন। দিনা মাকে দেখে ব্যাকুল হয়ে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। মা মেয়ের ঘর কাঁপানো কান্না দেখে খাঁচার তোতা পাখিটি বিকট গলায় বলল,‘কে এসেছে! কে এসেছে!’

.

.

.

.

আমিশাপাড়া, রাজু ফার্মেসী, নোয়াখালী।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
বই পর্যালোচনা / বুক রিভিউ- প্যারাডক্সিকাল সাজিদ

বই পর্যালোচনা / বুক রিভিউ- প্যারাডক্সিকাল সাজিদ

বইয়ের নাম : প্যারাডক্সিক্যাল সাজিদ লেখক        : আরিফ আজাদ  প্রকাশনী     : গার্ডিয়ান  বই পর্যালোচনা- হাসিবুল ইসলাম শান্ত    লেখক পরিচিতি;  ...
প্রেম দিবসের চিঠি

প্রেম দিবসের চিঠি

সুচরিতাসু, দীর্ঘ চার দশক পর তোমাকে চিঠি লেখার অবসর হল। আমাদের সময়ে যে বয়সে একটি ছেলে প্রেমের চিঠি লিখত–সেই সময় আমার বাবার পরিশ্রমের ঘাম গন্ধ, ...
অণুগল্প - এইসব দিন রাত্রি

অণুগল্প – এইসব দিন রাত্রি

জোবায়ের রাজু  নিত্যদিনের অভাব আর টানা পেঁাড়নের সংসারে আমরা যে না খেয়ে কেমন করে বেঁচে আছি, এটাই একটা দুর্লভ রহস্য। আমাদের স্কুল টিচার বাবার কঁাধে ...
জীবনানন্দ দাশের সাহিত্য  – একটি সংক্ষিপ্ত বিবরণ | প্রবন্ধ

জীবনানন্দ দাশের সাহিত্য  – একটি সংক্ষিপ্ত বিবরণ | প্রবন্ধ

শিবশিস মুখোপাধ্যায়   জীবনানন্দের গ্রামীণ বাংলার কবিতা বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাঁর কবিতাগুলি বাঙালি জাতিসত্তার, বিশেষত 1960-এর দশকে এবং একাত্তরের ...
দাঁতে ব্যাথার কারণ / প্রতিকার

দাঁতে ব্যাথার কারণ / প্রতিকার

ছাইলিপি আর্টিকেল ডেস্ক দাঁতে ব্যাথা দাঁত সংক্রান্ত একটি তীব্র ব্যাথা যা সঠিক চিকিৎসা না করলে দিন দিন বৃদ্ধি পেয়ে একসময়ে ভীষণ প্রদাহ বা ব্যাথার সৃষ্টি ...
লাশ

লাশ

ফাহিম পবন যে গুলিতে শব্দ নেই… গানপাউডার এর কোন গন্ধ নেই, বারুদ হীনতায় যে বুলেট শুন্য, সেই একটা গুলি চললেই কেবল দুইটা লাশ। এ লাশ ...