সোহানুর রহমান সোহান
স্নিগ্ধতা তোমার মন পাড়ায় নীল খামে, ভালোবাসা পাওয়ার আশায়
একটা চিঠি লিখেছিলাম।
আমি জানি
সে চিঠি তুমি পেয়েছিলে
তুমি পড়েছিলে।
কিন্তু সে চিঠির ফিরতি চিঠি
আজও আসেনি স্নিগ্ধতা..
হ্যা বাচক বা না বাচক
কোন প্রত্যুত্তর আজও মিলনা।।
কিছুটা আশা আজও রয়ে গেছে!
যদি কোন দিন
পরন্ত বিকেলে এক গুচ্ছ ফুল নিয়ে
আমার দারস্থ হও
তবে এসো আমার বুকে
নিঃশ্বাস নিও ভালবাসা দিও।
গভীরে জড়িয়ে রাখবো তোমায় স্নিগ্ধতা।