যেখানে রয়েছে প্রবাল পাথর আর নীল জলের সমবায়
সন্ধান করে পেয়েছি সেখানে দ্বীপ সেন্ট মারটিন ,
সেখানে ঝিনুকের মত কত মেয়ের ভালবাসা হয়ে বিলীন
তবুও আবার সেই ভালবাসা হৃদয়ে জাগায়।
শিশির মাখা সূর্যের পিছনে কোন সেই বালক
কচি পাথর, সবুজ ডাব ফেলে চলে যায়ে ছেঁড়া দ্বীপে,
প্রেয়সী ছিল তার শরীর ছিপ ছিপে
তাকে ভালবেসে কেন যেন নিভে যায় সন্ধ্যার আলোক।
লোভ আর হিংসার বোধ থেকে জেগে
প্রেম ভালবাসা বন্ধুত্মের রক্ত আত্মার সমন্বয়,
প্রসারিত দুই হাঁতে এ সম্পর্ক যেন ক্ষমাময়
এই পৃথিবীতে বেঁচে থাকে সব অন্ধ আবেগে।