এক অন্য নেলসন ম্যান্ডেলার গল্প

এক অন্য নেলসন ম্যান্ডেলার গল্প

তুলিকা আদিত্য

এই… মনে আছে….?
আমাদের হোস্টেলের সেই প্রথম দেখাটা, তুমি আর আমি একটা কলেজ ফেস্টে নাটক করবো বলে সিলেক্ট হয়েছিলাম।তুমি হয়েছিলে নেলসন ম্যান্ডেলা,ওই চরিত্রে অভিনয় করবে নায়কের রোলে ।আমার চুলগুলো একটু কোঁকড়া ধরনের ছিল মুখের আদলটাও একটু ভোঁতা ধরনের, তাই হঠাৎ করে সেদিন সিনিয়র ক্লাসের ছেলেরা আমাকে উইনি ম্যান্ডেলা হিসেবে সিলেক্ট করল। তুমি দু’বছর আগের ব্যাচ সেকেন্ড ইয়ার, আমি সবে ফার্স্ট ইয়ারের ঢুকেছি নবাগতা , নতুন হোস্টেলে এসেছি গ্রাম থেকে , একদিন ক্যান্টিনের পাশে কিছু সিনিয়র দাদা-দিদিরা হইহই করে যাচ্ছিল। কিছু কলেজের প্রোগ্রামের ব্যাপারে আলোচনা করতে করতে। হঠাৎ আমার সঙ্গে দেখা,বলল এই মেয়েটাকে উইনি ম্যান্ডেলা হিসেবে সিলেক্ট করা যেতে পারে ।অমনি তোমাকে দেখে বলল, কিরে সোম? তোর পছন্দ তো ? তোর গল্পের নায়িকা?
তুমি খানিকটা থতমত খেয়ে গেলে। হঠাৎ আমায় দেখে চমকে উঠলে।যেন অনেকদিনের পরিচিত কেউ।
তারপর নাটকের রিহার্সাল-তুমি ম্যান্ডেলা, আমি উইনি। কতদিন কেটে গেছে নদীর পাড়ে বসে বসে আমরা ডায়লগ মুখস্ত করেছি। এরপর তোমার সাথে আমার সম্পর্ক । আমরা দুজন প্রেমিক প্রেমিকা ।কলেজে সবাই আমাদেরকে একসাথে দেখতো। বলতো,তোদের দেখে হিংসে হয়।
পুরো রুপোলি পর্দা থেকে বাস্তবেও জুড়ি বেঁধে রয়েছিস।
হ্যাঁ ,সত্যিই তাই!
তারপরের টা ইতিহাস সেই গল্প আর নাই বা করলাম।
তুমিও জানো ,আমিও জানি।
আজকে এত বছর পর ,,তুমি তোমার সংসারে মেয়ে নিয়ে সুখে আছো।
আমিও বিদেশে সুখে আছি কিনা জানিনা!
তবে বেঁচে আছি !
কারণ সংগ্রামটা তুমি শিখিয়ে গিয়েছিলে, সেই নাটকের রিহার্সালের সময় থেকে।
ম্যান্ডেলার চরিত্রে অভিনয় করেছিলে না !
তাই !
আজকে অনেকদিন পর এই ছবিগুলো দেখে তোমার কথা মনে পড়ছে মনে পড়ছে ।
এরাও কলেজে শুরু করেছিল।
প্রতিটা ধাপে কি সুন্দর ভাবে দুজন দুজনের হাত আঁকড়ে ধরে আছে।
ওদের এখনো বিয়ে হয়নি জানো!
ওরা দুজন একসাথে থাকে,,
একটা ছোট বাচ্চা হয়েছে ।
ওদের দুজনের একসাথে থাকতে কোন সম্পর্কের নাম দিতে হয়নি।
তুমি এই সম্পর্কের নাম দেওয়ার ভয়ে ,
আমার থেকে আলাদা হয়ে গিয়েছিলে !
অথচ এরা কি সুন্দর ,,পুরো পৃথিবীকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেরা সুন্দর ভাবে আছে।
কেউ তাদের দিকে ভুরু কুঁচকে তাকালেও ওদের কিছু যায় আসে না ।
ওরা ওদের ছোট্ট সংসারে ওদের ছোট্ট সন্তানকে নিয়ে দারুণ আনন্দে আছে ।
একটা দামি গাড়িতে করে প্রত্যেক ছুটির দিনগুলোয় ঘুরতে যায়।
ওরা স্বামী স্ত্রী নয় ,কিন্তু স্বামী স্ত্রীর চেয়ে অনেক অনেক বেশি ।
ভালোবাসার কোন নাম হয়না ।
তাই ওরা হঠাৎ করে কোনো অজুহাতে আলাদা হয়ে যায় নি ।
ওরা সাহসী,, আমরা পারলাম না ।
তুমি পারলে না ,,আমিও জোর করি নি ।
আসলে কলেজ জীবনে এমন ভালোবাসা নাকি হতেই পারে !
আমার আর ভালোবাসা টা হলো না ,,আমি শুধু সংসারটা বয়ে নিয়ে গেলাম ।
ভালোবাসাটা সেই নেলসন ম্যান্ডেলাকে দিয়ে এসেছিলাম অনেক বছর আগে ।
প্রায় তিরিশ বছর আগে ,,
আজকে নতুন করে আবার প্রেমে পড়তে ইচ্ছে করছে ,,
তোমার সাথে সেই কলেজের ঘুপচি ঘরটাতে তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে।
মনে হচ্ছে তোমার সেই গন্ধটা আমি আবার নাকে নেব ।
কিন্তু আমার এই লেখাটা অনেকে পড়বে !
অনেকে আমার সম্বন্ধে অন্য কিছু ভাবতে পারে। আমার আত্মীয়-স্বজনরা অন্য নজরে দেখবে। তবে এখন আর আমি ভয় পাই না।
অত বছর আগে তুমি সাহস দেখাও নি বলে আমি পিছু হেঁটেছিলাম ।
আজকে হারানোর কিছু নেই ,
তাই ভয়ের‌ও কিছু নেই ।
আমি ভয় পাই না।
সবাইকে বলেছিলাম !
কলেজে আমি উঠে উইনি ম্যান্ডেলা ছিলাম,, নেলসন ম্যান্ডেলার ধর্মপত্নী ।
শুধু গল্পটা ওদের মতো আর হলো না ,
গল্পটা তনিমা আর সোমনাথের গল্প হয়ে আলাদা হয়ে গেল। মাঝখানে অসমাপ্ত রয়ে গেল।

 

কলকাতা, পশ্চিমবঙ্গ,ভারত

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
কেন শুক্রবারেই জুমার নামাজ পড়া হয়?

কেন শুক্রবারেই জুমার নামাজ পড়া হয়?

ইসলাম ধর্ম অনুসারীদের জন্য পবিত্র জুমার দিন অত্যন্ত কাঙ্ক্ষিত ও রহমত এর একটি দিন। বলা হয়ে থাকে অসহায় , দরিদ্র মুসলমানদের জন্য এদিনটি হজের দিন। ...
যুদ্ধ শুরু, জাতিসংঘের হুমকি, সিদ্ধান্তে অনড় রাশিয়া

যুদ্ধ শুরু, জাতিসংঘের হুমকি, সিদ্ধান্তে অনড় রাশিয়া

ড. গৌতম সরকার রাশিয়া-ইউক্রেন যুদ্ধের খবরটায় ‘গ্লোবাল ইকোনমি’ শব্দবন্ধটি আরোও একবার হাস্যকর এবং স্ববিরোধী হয়ে উঠল। আসলে কথাটির মধ্যে ‘ইকোনমি’ শব্দটা মিশে থাকলেও সাধারণ মানুষের ...
ভিন্ন ঈদের গল্প

ভিন্ন ঈদের গল্প

জোবায়ের রাজু এটি একটি অসাধারণ গল্প। স্বপনের গল্প। স্বপন ছাপোষা মানুষ। রামগতির ছেলে। ওই অঞ্চলের মানুষের নাকি আমাদের আমিশাপাড়াকে দ্বিতীয় আমেরিকা শহর মনে হয় ওদের ...
জলের স্বপ্ন

জলের স্বপ্ন

মহীতোষ গায়েন জল চাই,বিচ্ছেদ চাই না; পুরানো বিবাদ মুছে ফেল, নীল আকাশে ডানা মেলে দিয়ে পাখিরা বাসায় ফেরে প্রেমে,অপ্রেমে। সারাদিন মুখ লুকিয়েছি অসুখে, জানি না ...
ছোটোগল্প- রক্ষক - ডঃ গৌতম সরকার

ছোটোগল্প- রক্ষক – ডঃ গৌতম সরকার

ডঃ গৌতম সরকার মোড়টা ঘুরতে আজকেও লোকটাকে বসে থাকতে দেখলো তিথি। বামুনপাড়া ছাড়িয়ে এদিকটা একটু নির্জন। বাদিকে বড় দীঘি, আর ডানদিকে ঘন শালবন, তার মধ্যে ...
সুখের সন্ধানে

সুখের সন্ধানে

সেকেন্দার আলি সেখ রহমত নগরের বাদশা মীর জুমলা সভাসদদের ডেকে একটা ছোট্ট প্রশ্নের উত্তর জানতে চাইলেন -‘বলো তো, তামাম দুনিয়ার মধ্যে সব চেয়ে সুখী কে?’ ...