নৈশভোজ | দীর্ঘ কবিতা | সাপ্তাহিক স্রোত

নৈশভোজ | দীর্ঘ কবিতা | সাপ্তাহিক স্রোত

I প্রিয় রহমান আতাউর 

 

অঘ্রানের শীতে-

রাতের আহারশেষে আরাম কেদারায় বসে – ঘামতে থাকেন কবি।

সামান্যই খেয়েছিলেন কাকরোল ভাজি ও বাঁশমতি চালের ভাত – সাথে তালের ক্ষীর ও দইবড়া।

বোধহয় হজম হয়নি ওসব-

এম্নিতেই ক’দিন থেকে প্রচণ্ড দাঁতের ব্যথা!

তথাপি একটু তামাকু সেবন না করলে কি হয়?

 

গেলো সপ্তায় খেয়েছিলেন বালিহাঁসের ভুনা মাংস

তন্দুর রুটি দিয়ে – এখনো মুখে লেগে আছে।

আকাশের নীহারিকাপুঞ্জ কী দীপ্তিময়!

আঁধার ঘিরে জ্বলজ্বল করে জ্যোতির্ময় সপ্তর্ষিমণ্ডল।

গভীর অমাবস্যার রাতে – কখনো বা যান

শ্মশানে। দেখেন, কী হিংস্র ভাগাড়ের শকুনগুলো!

যেতে হয়- তাড়া খেতে হয় নিশাচর শেয়ালের!

একটি ঘাসফড়িংয়ের মৃত্যু দেখেও কেঁদে উঠেন তিনি! পাতিহাঁসের পাখার চেয়েও কত হাল্কা,

কত ঠুনকো এ জীবন!

তাঁর নিকষিত রচনাবলি -পাঠকপ্রিয়তা পায়-

সে কি এম্নি এম্নি?

 

কখনোবা স্টেশনের প্লাটফর্মে ভিখেরির মতো রাত

জেগে জেগে মশার কামড়ে অতিষ্ঠ হন।

একবার বমি করেছিলেন গঞ্জিকা সেবন করে ;

পঁচা গোবরের মতো গন্ধে ভেতরটা কেমোন গুলিয়ে

আসে তাঁর!

 

জীবনানন্দ দাশ শেষ জীবনে দালালি করেছেন

কাছারি অফিসে । ধুঁকে ধুঁকে মরেছেন

স্বভাব কবি গোবিন্দ দাস!

পার্সি বিশে শেলি’র হয়েছে সমুদ্র সমাধি;

সে হিসেবে অনেক ভালো আছেন তিনি

বেশ তো চলে যাচ্ছে দুমুঠো খেয়ে, পরে।

 

কবি হতে গেলে কখনো কখনো নাবিক হতে হয়

জাহাজের, খালাসী হতে হয় নৌবন্দরে। কখনোবা ভবঘুরে হয়ে- ভিক্ষে করতে হয় ফুটপাতে;

পৃথিবীর সবাই কি আর কবি!

পকেট মারের অভিজ্ঞতাটা না নেয়াই ভাল;

এতে জীবনের ঝুঁকি আছে!

কথায় আছে- ‘যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ!’

পছন্দ নয়- নোংরা গণিকালয়। জীবনেও ওপথ মাড়াননি তিনি!

 

হিমশীতল রাতে নামে বাবুইয়ের ঝাঁক আখক্ষেতে,

কী নরম তুলতুলে মাংস বাবুইয়ের!

বহুকাল খাওয়া হয়নি তাঁর – বড় আফসোস!

আর ঐ হলিবিলের বেগুনরঙা পানকৌড়িগুলো!

নৈশভোজে যদি পাখির মাংসই না থাকে –

সেটাকে কী আর আহার বলা চলে?

 

আচমকা, হঠাৎ শিরদাঁড়ায় ব্যথা উঠে তাঁর-

অসহ্য বেদনায় ঢলে পড়েন চেয়ার থেকে মাটিতে-

টেবিলে পাণ্ডুলিপি ঠাসা-

বেরোবে নতুন বই, কতই না ছিলো আশা!

 

 

গোপালপুর, জামালপুর।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
চক্ষুজ্ঞানী- মেহেদী জাহিদ

চক্ষুজ্ঞানী- মেহেদী জাহিদ

মেহেদী জাহিদ চক্ষু পড়িয়াছে চক্ষুর বাইরে; কোন চক্ষুতে দেখবে তুমি আঁখি নাহি খুলিলে? চক্ষুর ভিতরস্থও যে চক্ষু আছে; কোন স্থানে তা বিরাজবান? নয়নে নয়ন সর্ব ...
কয়েকটি অশ্লীল গল্প

কয়েকটি অশ্লীল গল্প

👉(১৮+) Adult Stories পড়তে এখানে ক্লিক করুন। আশিক মাহমুদ রিয়াদ মধ্য রাইতের ক্ষুধা মতি মিয়া হাতরে হাতরে অন্ধকারে তার পিঠে হাত দিলো। সে হাত সরিয়ে ...
বঙ্গবন্ধু তুমি

বঙ্গবন্ধু তুমি

শেখ সা’দী তুমি বাঙ্গালির বন্ধু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভুলিনি আজও, ভুলবো-না কভু তোমার রেখে যাওয়া অবদান, বাঙ্গালির আকাশে উজ্জ্বল নক্ষত্র তুমি বাংলা মায়ের সন্তান। ...
অণুগল্প - এইসব দিন রাত্রি

অণুগল্প – এইসব দিন রাত্রি

জোবায়ের রাজু  নিত্যদিনের অভাব আর টানা পেঁাড়নের সংসারে আমরা যে না খেয়ে কেমন করে বেঁচে আছি, এটাই একটা দুর্লভ রহস্য। আমাদের স্কুল টিচার বাবার কঁাধে ...
ভারতীয় গণমাধ্যমে শাকিব খানের সঙ্গে শাহরুখ খানের তুলনা

ভারতীয় গণমাধ্যমে শাকিব খানের সঙ্গে শাহরুখ খানের তুলনা

সিনেমানামা “কথা কিন্তু একটাই, শাকিব ভাই শাকিব ভাই” কিংবা যদি বলি, বাংলাদেশের এক খান, তার নাম শাকিব খান। শাকিব ভক্তদের মুখে এমন স্লোগান ওঠে শাকিবের ...
একরাতে ঘুম হয়নি আমার

একরাতে ঘুম হয়নি আমার

সৈকত রায়হান   বিষাদে ভিজে ওঠা ঘুমগুলো চলে গেছে নক্ষত্রের সান্নিধ্যে, আমি ঘুমোতে পারিনি। আশ্বিনের ক্ষয়াখর্বুটে চাঁদের ম্লান আলো কিংবা উজ্জ্বল নক্ষত্র আমার ঘুমের কোন ...