ন্যাপথালিন

ন্যাপথালিন

আশিক মাহমুদ রিয়াদ

নিঝুম রাতদপুর-
কোথাও কেউ কেউ ব্যস্ত নিশিযাপনে ..
ধোঁয়াটে ধীরতা লগ্ন বয়ে আসে নগ্নতার..
আমি তো বার বার আষাঢ় শেষে শরত চেয়েছিলাম..
হেমন্তের ডাকে শিশির ফোঁটার আহ্বানে!

যে শরতে মানসপটে একটি ধূসর চিঠি উড়ে আসে,
ওখানে যাওয়া বারণ, সেখানে বলা বারণ..
আমি মুখ টিপিটিপে হাসি, পদধূলির অভিশাপে!
অথবা ঝিম মেরে থাকি, ঝিলিম-ছিলিম রন্ধ্রে!

আমি তো সেই আষাঢ় মেঘের ফালি হতে চেয়েছি..
রিক্ততা আমায় জড়িয়েছে…
পুকুরঘাটের শ্যাওলা জড়ানো একখান
পুরনো শানে, ওপারে ঘনঘোর নিস্তব্ধতা..
পায়ের শেকল বন্দী হয়ে যায় পড়ে যাওয়ার শোকে..
তুমি কি আমায় পুড়তে চেয়েছো?
বিভিষিকার প্রয়াণে বিলীন অস্তিত্বের ক্রোধে!

আমি মুক্ত হতে চেয়েছি ঝিলিম সন্ধ্যায়..
বর্ষা আসবে বলে তুমি বারণ করেছো!
দিয়েছো ভাগ্যের দোহাই…অন্ধের মতো ঘরকুটুরে বসে রাখিয়েছো..
বুনো হয়ে যেতে দিয়েছো অপ্রাপ্তির হালখাতায়!

বিধাতা, আমি তো হতে চেয়েছিলাম বয়ে যাওয়া নদী!
কাশফুলের স্নিগ্ধতায় যে আবেগ শরতে মুড়ে থাকে..
আরও কত কি কলবাতাসের গান শোনাও আমায়!
স্থবির হই কাগুজে ফুলে মোড়া নীলাদ্রি ভাগ্যমেলায় !

যাকে মেলাও তাকে, জেতাও..
হেরে যাই বার বার আমি..
তুমিও কি জানো,
একখানা কাঁথা আছে আমার!
মা দিয়েছিলেন, বাড়ির ছাড়ার ক্ষাণিক আগে
ন্যাপথলি মোড়ানো..!

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
অণুগল্প-অবেলায় | আশিক মাহমুদ রিয়াদ

অণুগল্প-অবেলায় | আশিক মাহমুদ রিয়াদ

I আশিক মাহমুদ রিয়াদ  সেবার মিনুর মা মারা গেলেন হঠাৎ করেই। মিনুর বার্ষিক পরিক্ষার ফলফল প্রকাশ হয়েছে, মিনু ক্লাস নাইনে প্রথম হয়েছে। মিনুর মনে কি ...
হৈমন্তিকা

হৈমন্তিকা

অশোক কুমার পাইক হেমন্তেরই পরশ আজি লাগলো বুঝি গায়ে প্রকৃতিটা জাগলো হেসে রঙিন রাঙা পায়ে, শিউলি ফুলের গন্ধে ভরে ধরার ধুলার পরে ঘাসের মাথায় শিশির ...
কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলাম

মানুষ কবিতা ও আবৃত্তি                           গাহি সাম্যের গান- মানুষের চেয়ে বড় কিছু নাই, ...
সিনেমা পর্যালোচনা- কাঠবিড়ালী

সিনেমা পর্যালোচনা- কাঠবিড়ালী

সিনেমার নাম- কাঠবিড়ালি পরিচালক- নিয়ামুল মুক্তা শ্রেষ্ঠাংশে–অর্চিতা স্পর্শিয়া,আসাদুজ্জামান আবীর ,সাইদ জামান শাওন  ,শিল্পী সরকার অপু , একে আজাদ সেতু ,শাহরিয়ার ফেরদৌস সজীব,হিন্দোল রায়,তানজিনা রহমান তাসনিম ...
জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা সংকলন

জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা সংকলন

নীলিমা রৌদ্র-ঝিলমিল উষার আকাশ, মধ্যনিশীথের নীল, অপার ঐশ্বর্যবেশে দেখা তুমি দাও বারে-বারে নিঃসহায় নগরীর কারাগার-প্রাচীরের পারে। উদ্বেলিছে হেথা গাঢ় ধূম্রের কুণ্ডলী, উগ্র চুল্লীবহ্নি হেথা অনিবার ...
গল্প : নতুনের আহ্বান 

গল্প : নতুনের আহ্বান 

ইমন শেখ  পিচ ওঠা লাল খোয়া বেরনো রাস্তাটা যেন  আগুনে পুড়ে চামড়া ঝলসানো শরীরের মতোই ধুঁকছে। জরাজীর্ণ সেই রাস্তার ছোট-বড় অগণিত খানাখন্দ এড়িয়ে সাবধানে খালি ...