হাজার বছর ধরে হেঁটে চলে আসা ক্লান্ত পথিক
সহসা থমকে যায় এই কার্তিকের ভোরে
আধো অন্ধকারে জেগে উঠে
স্বপ্নের অতীত এক অসহ্য বোধ তাকে পীড়া দেয়।
এই অশান্ত পৃথিবীর মুখ
ঢেকে আছে পোশাকি মানবিকতার চাদরে
রক্তের ভিতর আজও বয়ে চলে
অবিশ্বাসের অথবা বিপন্ন বিস্ময়ের চোরাস্রোত।
গাঢ় অন্ধকার মেখে চুপিচুপি শুয়ে আছে
দীর্ঘ ট্রামলাইন
তারই পাশে জ্বলে ওঠে জোনাকি।
হাজার বছর ধরে পথ চলে আসা ক্লান্ত পথিক
আবার ঘুমিয়ে পড়ে এই কার্তিকের ভোরে
কচিঘাসের ডগা থেকে টুপটাপ ঝরে পড়ে
স্বচ্ছ শিশির বিন্দু….তারই ঘ্রাণ নিয়ে
উড়ে চলে যায় ঘাসফড়িং…দুঃখময় অন্ধকার দেশে।