বাতিঘরের আলোয় চোখ রেখে
সুদূরে সাগর পারে আবছা আঁধারে
হারানো পথ খুঁজে ফিরি বারে বারে…
ক্লান্ত মনে সর্বাঙ্গে জমাট অবসাদ
ঢেউদের বিরামহীন আসা যাওয়া
অপেক্ষার অবসানে পথ চাওয়া…
নির্জন তটরেখায় একাকী দাঁড়িয়ে
হারানো পথ খুঁজে ফিরি বারে বারে
বাতিঘরের আলোয় সফেন সাগরে…
আমি পথহারা এক পরিশ্রান্ত পথিক
ফিরে পেতে চাই হারানো পথটি সঠিক…