আনমনা হয়ে ঘুরে পথ শিশু
বারে বারে চাহিয়া দেখি পথ পিছু।
পরিচয় কি তাহার শুধুই পথ শিশু
পথ ছাড়া তাহার নেইতো কিছু।
বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে অঙ্গ
ধুলো বালি মিশ্রিত,খেলা করে নিঃসঙ্গ
বেলা শেষে খাবার যদি জোটে
ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে।
কেহ ডাকে টুকাই,কেহ ডাকে বস্তির ছেলে
ধনীদের কাজে,পথ শিশু পদতলে পিষে।
অত্যাচার দুর্বিপাক,শেষ কোন ঠিকানা
পথ শিশুর বিদ্বেষ, নিকাশ অজানা
পথশিশুর হাসি-খুশি,বাঁধ ভাঙা ঢেউ
হাসির আড়ালে যন্ত্রণা,দেখে নাতো কেউ।
লাঞ্ছিত বঞ্চনা, এই নিয়ে বেঁচে থাকা
পথশিশুর নিয়তি রেখায়,ঘুরছে জীবনের চাকা।