পশু | আজফার মুস্তাফিজ 

পশু | আজফার মুস্তাফিজ 

|আজফার মুস্তাফিজ 

 

গভীর বনের মাঝখানে সরু পথ,

অতি নিঃশব্দে এগুতে হচ্ছে।

ভয় হয় হঠাৎ কী বিপদে পড়ি!

বাঘ, ভাল্লুক, বন্য শূকর কিংবা ডাকাত দল।

হারিয়ে ফেলছি পৃথিবীর পথ

বন্য পথে আমিও পশু।

 

যদিও এর থেকে বড় পশুস্থান আমাদের সমাজ!

সেখানে পশুদের আবার নানান রূপ, মান ও লেভেল থাকে।

একটা হরিণের বাচ্চা সামনে পড়ল

তিড়িং করে লাফ দিয়ে ঝোপের আড়ালে হারালো।

আমার বড় সুন্দর লাগলে পশুটাকে।

ওপাশে গিয়ে দেখলাম তাদের পুরো দল,

ফিসফিসিয়ে নিজের মধ্যে বিশেষ আলাপন করছে!

আমি কান পেতে থাকলাম,

‘ঐ লোকটা কী আমাদের মেরে ফেলবে, মা?’

‘সে তো এদিকে আসছে না!’

‘তাও কেমন করে তাকিয়ে আছে, হাতে একটা ছুরিও আছে।’

‘এদিকে পা বাড়ালেই ছুট লাগাবে।’

মা হরিণ ঘাস চিবোনোতে মনোযোগী হলো।

‘গতবার একটা মানুষ আমার ভাইকে মেরে ফেলল।’

‘সব মানুষ এক না, অনেকেই ভালো হয়। সবাই তো আর পশু না।’

একি! আমার মাথাটা চক্কর দিয়ে ওঠল।

আমি ওদের কথা কীভাবে বুঝতে পারছি?

ওরা তো পশু,

আমি তো মানুষ!

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
ভেসে যায় ভিতর-বাহির

ভেসে যায় ভিতর-বাহির

অনঞ্জন সে ঠিক করল বৃষ্টি দেখবে, ভিজবেনা কিছুতেই, বৃষ্টি এল, অরণ্যের মতো, দুকুল ছাপিয়ে- আজই ধুয়ে নিয়ে যাবে সমস্ত পুরনো বিশ্বাস, আকাশে তখন অনন্তের সব ...
খারাপ মেয়ের গল্প

খারাপ মেয়ের গল্প

তসলিমা নাসরিন এখানেই আমার দাঁড়াবার কথা ছিল। ইঞ্জিনিয়ারস ইন্সটিটিউটের ঠিক উলটো দিকের গেট দিয়ে ঢুকে হাতের ডান দিকে প্রথম যে নারকেল গাছটি পড়বে, সেই গাছের ...
একাকি এবং অতঃপর

একাকি এবং অতঃপর

পার্থসারথি ফজরের আজান কানে ভেসে আসতেই হাজী আহম্মদ মিয়া রোজকার মতো বিছানা ছাড়েন। তিনি পারতঃপক্ষে নামাজ কখনও বাদ দেন না। ঘুম থেকে উঠেই বদনার পানি ...
পিরোজপুরের বেকুটিয়া সেতু উদ্বোধন হবে কবে?

পিরোজপুরের বেকুটিয়া সেতু উদ্বোধন হবে কবে?

পিরোজপুর জেলার কচা নদীর বেকুটিয়া পয়েন্টে নির্মিত এ বক্স গার্ডার টাইপ সেতুটির কাজ শেষ হয়েছে কিছুদিন আগে।পিরোজপুরবাসীর বহুল কাঙ্খিত এই সেতুটির ২০১৮ সালের জুলাই মাসে ...
শান্তিময় লড়াই

শান্তিময় লড়াই

অগ্নি কল্লোল ঘুমন্ত শিশ্নের ঠোঁটে চুম্বনের ঋতুস্রাব যেন; জীবন্ত শূকরের গলায় ছুরিকার নোঙর, নদীতীরে শূকরের আইনসম্মত ছটফটানি শিকারির কর্ণিকায় উল্লাসের নিস্তব্ধতা। ঢেউতোলা স্তনের খাঁজে ডিঙি ...
শেষ ঠিকানা

শেষ ঠিকানা

ফাল্গুনী খান ডিভোর্স এর ৩ বছর পর আবার নীল এর সাথে অনুর দেখা।অনু ভেবেছিল ওকে দেখার পর তার তেমন কোন অনুভূতি কাজ করবে না। কিন্তু ...