পাঁচটি কবিতা

পাঁচটি কবিতা
মুহাম্মদ রফিক ইসলাম
কবিতাঃ (০১)
প্রেম, শাড়িতেও বোনা যায় 
অনাবৃষ্টির কোলে
শালুক বোনা মাঠ।
রোদ্দুর চিরে উত্তরীবায়ু
পাখনা ম্যালে।
ব্যাঙের নাকে গন্ধ
মেঘ!
মেঘ ওড়ে,
বিড়ালপায়ে হাঁটে চাতকের ঠোঁট।
শ্রাবণের কান্নায়
কিশোরীর বুক
বৃষ্টির শরীর!
(কবিতাঃ ০২)
সম্পর্ক, তরলের পথেই হাঁটে 
স্ত্রীয়ের পাশে
পঙ্গু স্বামীর ইচ্ছে যায় না
অক্ষমতার দড়ি পেঁচিয়ে
ভোর দুপুর রাতে গরম ধোঁয়া
দীর্ঘশ্বাস
অভাবের ঘরে মন খারাপের
সুসময় আসে না
নিয়তির পাশে নিয়মের আবেগ
অভাগার চাষ
দুই মুখে চার মুখ আট পা
হতভাগার ঘর অভাগার আঁতুড়
আজন্ম নরক
পেট চেপে
পাশবালিশ ভাংতি পয়সায়
বিছানা বদলে
মুখ বুজে দাঁত কামড়ায়
ভোর-বিহানে ভাতের গন্ধ বেরোয়
বাতাসের চুলে!
(কবিতাঃ ০৩)
কবিতার ভিতরে কবিতা
অতঃপর…
প্রেম
টানা দুইযুগ
চব্বিশটি বছর
       এরি মধ্যে
ঘুণপোকার রাজত্বে
কবিতার পান্ডুলিপি
ধবল সন্ধ্যায় সাদা মেঘ
প্রতীক্ষার যতো পালক
অক্ষরে
         শব্দমালা ভাঙ্গে
কবিতা হলো না
তারেও বলা গ্যালো না
                ভালোবাসি
কবিতাঃ (০৪)
পাখির যতোকথা
তোমারে ভাবলে ঘোরে পেয়ে বসে
ঘোরে, ঘুরপাকে সুখ থাকে
পাখি
গল্পের ভিতর গল্প
পাখি অন্যগাছে
বসন্ত
পাখিভাবনায় পাখি
ফাগুনের রাত সাদা কাশবন
কবিতাঃ (০৫)
পড়শীর আঙিনায় বসন্ত ওড়ে
ডাকপিয়ন চলে যাবার পরেত্তে
বুক পকেটের প্রেম
টেবিল, বিছানা, কোলবালিশ ছাড়িয়ে
লবণপানির স্রোতে…।
রাতবিকেল; শুকতারা জ্বলে,
সোনালি আলোয় কালো চিরকুট
শোকের বাতাসে ওড়ে!
কাকডাকা ভোরে সানাইয়ের গীত,
নীল স্বর;
কিশোরের বুক চৈত্রের দুপুর।
হলুদের বরণে
কিশোরীর হৃদয় তবু সবুজ উঠোন!

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
হট ববিকে দেখে যা বললেন শাকিব খান | Shakib Khan News | Toofan | Dushtu Kokil | Ami feshe jai

হট ববিকে দেখে যা বললেন শাকিব খান | Shakib Khan News | Toofan | Dushtu Kokil | Ami feshe jai

বাংলাদেশের সিনেমা ইন্ড্রাস্ট্রিতে চলছে চলচ্চিত্রের সুদিন। সিনেমার সুদিনে পর্দায় ফিরেছেন বাংলাদেশের হটথ্রব নায়িকা ইয়ামিন হক ববি। সম্প্রতি ববিকে নতুন করে আলোচনার শুরু হয়েছে। বাংলা চলচ্চিত্রের ...
রহস্যঘেরা শিমুলতলা: পর্ব-১

রহস্যঘেরা শিমুলতলা: পর্ব-১

ড. গৌতম সরকার “তার মানে! রাতারাতি এতগুলো মেয়ে হারিয়ে গেল?” “রাতারাতি ঠিক নয়, দীর্ঘদিন ধরেই চলছিল। আর কারণ তো একটা নয়। গবেষকরা গবেষণা করে একের ...
কবিতা : ধুয়ে গেছে জ্যৈষ্ঠের ক্ষত

কবিতা : ধুয়ে গেছে জ্যৈষ্ঠের ক্ষত

অনঞ্জন কী যে নিকষা কী নিকষ!শ্রাবণের কেন এত রূপ?মধ্যরাত্রিতে বর্ষার রূপমত্ত ঝংকারে দেখ-দস্যুর মতো বেপরোয়া দুর্দান্ত নারীরখোলা ওই রূপের বৈভব,উৎসব যেন, করে অসহায়।তারপর-ঘোর বৃষ্টিপাতে ধুয়ে ...
অজান্তে

অজান্তে

জোবায়ের রাজু ছোট মামার এক মাত্র মেয়ে প্রজ্ঞার খুব বড় ঘরে বিয়ে ঠিক হয়েছে। ভাই ঝি’র বিয়েতে নেমন্তন্ন পেয়ে মায়ের তো আনন্দে নাচি নাচি অবস্থা। ...
কিভাবে মগ ডাকাতদের রাজধানী হলো ভোলা জেলা | Bhola District History

কিভাবে মগ ডাকাতদের রাজধানী হলো ভোলা জেলা | Bhola District History

ভোলা, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি সমৃদ্ধশালী জেলা, এ জেলার পাশ দিয়ে বয়ে গিয়েছে কালোবাঁদর, মেঘনা; যমুনা, ব্রহ্মপুত্রের মতো বাংলাদেশের উল্লেখযোগ্য সব নদী, শুধু কিন্তু তাই নয়। ...