সারাটা দিন
এখান ওখান
মেলে ধরেছিস ডানা
নেই কোন বাঁধন
নেই তো কোন মানা।
কিচিরমিচির মিষ্টি কুহুতান
সারাটা দিন ঘুরেই বেড়াস
শুধুই এখান ওখান
যদি আমার থাকতো ডানা।
আমি হয়তো মরেই যেতাম
যতই থাকুক মানা।
ভোরের বেলা তোদের ডাকে
ঘুম ভাঙার অভ্যাস।
বাড়ি ফেরার দলছুট তোদের
সন্ধ্যা ঘনালে লালচে আকাশ।
সর্বত্রই শুধুই উড়ান
সত্যি সারাটা দিন ঘুরেই বেড়াস
শুধু এখানে আর ওখান।
এক ঘেয়েমি জীবন থেকে মুক্তি পাওয়া যেত।
তোর ডানায় ভর করে
জীবনে আবার নতুনের স্বাদ পাওয়া যেত ।
সন্ধ্যা থেকে ভোরের আলোয়
তোর যেমন অপেক্ষা।
ঠিক তেমনি আমিও চাই
তখন আর জীবনে ফিরে চাইবো না
করব না আর জীবনের তোয়াক্কা।