পিরোজপুর জেলার কচা নদীর বেকুটিয়া পয়েন্টে নির্মিত এ বক্স গার্ডার টাইপ সেতুটির কাজ শেষ হয়েছে কিছুদিন আগে।পিরোজপুরবাসীর বহুল কাঙ্খিত এই সেতুটির ২০১৮ সালের জুলাই মাসে সেতুটির নির্মাণ কার্যক্রম শুরু হয়। বরিশাল-খুলনা মহাসড়কের অত্যান্ত একটি বিড়ম্বনার নাম ছিলো বেকুটিয়া ফেরিঘাটে দীর্ঘক্ষণ ফেরির জন্য বসে থাকা। তবে বদলে যাচ্ছে দিন! সেতুটি চালু হলে এ অঞ্চলের ১৮টি জেলার কয়েক কোটি মানুষের অর্থনৈতিক ও জীবনযাত্রার মানের ব্যাপক উন্নয়ন ঘটবে। বিস্তারিত জানতে নিচের ভিডিও দেখুন-