ইমতিয়াজ সুলতান ইমরান
পুতিন আমার চিঠিটা পড়িও বিনয়ে লিখছি তোমাকে
আমি খুব ভয় পাচ্ছি তোমার বাহিনী বুলেট বোমাকে।
আমি যে এখনো ছোট এক শিশু, পিচ্চি অনেক দেখতে
করেছি অনেক বানানের ভুল চিঠিটা তোমাকে লেখতে।
আমার অনেক বন্ধু মরেছে তোমার বোমার আঘাতে
শিশুদের মনে হাসিখুশি নেই মরণের ভয় জাগা তে।
দোষ যদি করে বড়রা করেছে ছোটদের দোষ কোথায়?
শিশুদের চাওয়া নিরাপদ থাকা, পৃথিবীর সব পোতায়।
জানি না কখন আমিও মরব তাড়াতাড়ি তাই লিখেছি
ভুলত্রুটি যত ক্ষমা করে দিয়ো লেখাপড়া কম শিখেছি।
তোমরা বড়রা… অনেক পড়েছো, তোমরা মহান মানব
শিশুদের প্রাণ কেঁড়ে নেবে কেন তোমাদের পোষা দানব?
পুতিন তুমিতো রাশিয়ার রাজা, বিরাট বিবেক তোমার
রাজাদের কাজ প্রজাদের সেবা প্রয়োজন নেই বোমার।
ইউক্রেনে আজ ধ্বংস ডেকেছে প্রেসিডেন্ট জেলেনস্কি
প্রশ্ন তাকেও, পড়শির সাথে মিলেমিশে থাকা লস কি?
ঝগড়া বিবাদ মান অভিমান ঘটে আমাদের মাঝেও
শিশুরা এসব করতেই পারে শিশুদের এটা সাজেও।
আমাদের মাঝে ঝগড়া বিবাদ সহজে আবার মিটেও
তোমাদের জিদ মিটানোর বোমা পড়বে শিশুর পিঠেও?
পুতিন তোমার দেশেও রয়েছে শিশুরা প্রতিটি বাড়িতে
তোমার কোলের সন্তান হলে পারতে বোমায় মারিতে?
আমিও তোমার সন্তানসম লিখেছি বাংলা ভাষায়
নামাও বিমান থামাও যুদ্ধ শিশুরা রয়েছে আশায়।
ছড়াকার, শিশুসাহিত্যিক ।