পূজোর কবিতা – দুর্গোৎসব

পূজোর কবিতা - দুর্গোৎসব

দুর্গোৎসব

নিশিকান্ত রায়
( এক)

ফিরে আসতে চাই নি আমরা
বিভক্তির রেখাগুলো ফুটে উঠছিল
ওরা বলেছিল এসো,
তুমি যা চাও তার সবটুকু আছে প্রসারিত মাঠে
যেসব পাখি মাঠের উপর দিয়ে উড়ে যেত
তাঁদের কেউ নেই
আগে যেমন অঙ্ক শেষে ভাগশেষ থাকতো
এখন শূন্য থেকে শংকা এসে ভিড় করে
কৈলাশের খঞ্জন পাখিরা খবর নিতে আসে
মাঝখানে বিশাল ব্যবধান আকাশ ও মাটির মতোই
তবুও বুকের পাঁজরে লেখা মায়ের আগমনী গান।

দুর্গোৎসব
নিশিকান্ত রায়
( দুই)

কোন স্মৃতি নয়। বাতাস যেমন জলের গায়ে লেগে থাকে। চাঁদের যেমন লোভ হয় রাতের জন্য। নদী যেমন ঢেউতুলে জেগে থাকে। একটা প্রবাহ যেমন উৎসের দিকে তাকিয়ে নিজেকেই উন্মোচন করে। বারংবার সংকোচন ও প্রসারণের ফলে উন্মুক্ত অস্তিত্বের ফুল ফুটে উঠে। তেমনি সমস্ত পৃথিবী একটি প্রতিমা। তাঁর অনন্তকাল ভেসে উঠে। তাঁর অপাপ সৌন্দর্য্যের শরীর থেকে মন্ত্রমুগ্ধ ঈশ্বর। সে প্রতিদিন দেখতে পায়।

দুর্গোৎসব
নিশিকান্ত রায়
(তিন)

পূজো দিতে এসেছিলাম
তিথি ও লগ্নগুলো ছড়িয়ে ছিল মনের উঠোনে
সকালের কাছে ধার নিয়েছি বুনো ফুল
আলো তুলে দিতে চেয়েছিলেন অনেকেই
তাঁদের মনের কিছুটা অংশজুড়ে পোড়ামাটি
তবুও মাটিকে ভালোবেসে
পোড়াগন্ধ নিয়ে নির্জলা উপবাস করে যায়
পূজো দিতে এসে
আকাশের গ্রন্হনা করে গেলাম
মৃত্তিকার গ্রন্হনা করে গেলাম
সময়ের গ্রন্হনা করে গেলাম
কতিপয় শব্দের কাছে কাঁটাতারহীন
মনুষ্যত্বের ফুল রেখে গেলাম।

থানাপাড়া, লালমনিরহাট

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
বাঁশি - রবীন্দ্রনাথ ঠাকুর

বাঁশি – রবীন্দ্রনাথ ঠাকুর

শুনুন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা বাঁশি । কবিতাটি আবৃত্তি করেছেন কলকাতার সু-পরিচিত সাহিত্যিক মহীতোষ গায়েন। শুনুন এবং জানান আপনার মতামত-    
তোমায় অন্যরকম ভেবেছিলাম

তোমায় অন্যরকম ভেবেছিলাম

  তুলিকা আদিত্য   এরকম করে কথা বলছ কেন? কি হয়েছে? তুমি এরকম করে তো কথা বলোনা! বেশ কয়েকদিন ধরেই দেখছি তুমি আমাকে এড়িয়ে চলছো ! ...
গল্প : নতুনের আহ্বান 

গল্প : নতুনের আহ্বান 

ইমন শেখ  পিচ ওঠা লাল খোয়া বেরনো রাস্তাটা যেন  আগুনে পুড়ে চামড়া ঝলসানো শরীরের মতোই ধুঁকছে। জরাজীর্ণ সেই রাস্তার ছোট-বড় অগণিত খানাখন্দ এড়িয়ে সাবধানে খালি ...
নেতাজি সুভাষচন্দ্র বসু

নেতাজি সুভাষচন্দ্র বসু

ভারতের  স্বাধীনতা সংগ্রামের এক কিংবদন্তী নেতা। তিনি নেতাজী নামে সমধিক পরিচিত। সুভাষচন্দ্র পরপর দু-বার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। কিন্তু মহাত্মা গান্ধির সঙ্গে আদর্শগত ...
জহির রায়হানের জন্মবার্ষিকী

জহির রায়হানের জন্মবার্ষিকী

  আজ প্রখ্যাত চলচ্চিত্রকার,ঔপন্যাসিক,গল্পকার এবং জহির রায়হানের জন্মতিথি। ১৯৩৫ সালের ১৯ শে আগষ্ট জহির রায়হান জন্মগ্রহণ করেন ফেনির মজুপুরে৷ মাত্র ১৪ বছর বয়সে কলকাতার নতুন ...
সারোগেসি : ব্যাপারটা আসলে কি?

সারোগেসি : ব্যাপারটা আসলে কি?

সম্প্রতি সারোগেসির মাধ্যমে বাবা-মা হয়েছে নিক জোনাস ও প্রিয়াংকা চোপড়া। সারোগেসি নিয়ে সন্তান জন্মদানের তর্ক-বিতর্কের শেষ নেই। শুধু বাংলাদেশ কিংবা ভারতেই নয়, সারোগেসি নিয়ে তর্ক-বিতর্ক ...