পূজোর কবিতা – দুর্গোৎসব

পূজোর কবিতা - দুর্গোৎসব

দুর্গোৎসব

নিশিকান্ত রায়
( এক)

ফিরে আসতে চাই নি আমরা
বিভক্তির রেখাগুলো ফুটে উঠছিল
ওরা বলেছিল এসো,
তুমি যা চাও তার সবটুকু আছে প্রসারিত মাঠে
যেসব পাখি মাঠের উপর দিয়ে উড়ে যেত
তাঁদের কেউ নেই
আগে যেমন অঙ্ক শেষে ভাগশেষ থাকতো
এখন শূন্য থেকে শংকা এসে ভিড় করে
কৈলাশের খঞ্জন পাখিরা খবর নিতে আসে
মাঝখানে বিশাল ব্যবধান আকাশ ও মাটির মতোই
তবুও বুকের পাঁজরে লেখা মায়ের আগমনী গান।

দুর্গোৎসব
নিশিকান্ত রায়
( দুই)

কোন স্মৃতি নয়। বাতাস যেমন জলের গায়ে লেগে থাকে। চাঁদের যেমন লোভ হয় রাতের জন্য। নদী যেমন ঢেউতুলে জেগে থাকে। একটা প্রবাহ যেমন উৎসের দিকে তাকিয়ে নিজেকেই উন্মোচন করে। বারংবার সংকোচন ও প্রসারণের ফলে উন্মুক্ত অস্তিত্বের ফুল ফুটে উঠে। তেমনি সমস্ত পৃথিবী একটি প্রতিমা। তাঁর অনন্তকাল ভেসে উঠে। তাঁর অপাপ সৌন্দর্য্যের শরীর থেকে মন্ত্রমুগ্ধ ঈশ্বর। সে প্রতিদিন দেখতে পায়।

দুর্গোৎসব
নিশিকান্ত রায়
(তিন)

পূজো দিতে এসেছিলাম
তিথি ও লগ্নগুলো ছড়িয়ে ছিল মনের উঠোনে
সকালের কাছে ধার নিয়েছি বুনো ফুল
আলো তুলে দিতে চেয়েছিলেন অনেকেই
তাঁদের মনের কিছুটা অংশজুড়ে পোড়ামাটি
তবুও মাটিকে ভালোবেসে
পোড়াগন্ধ নিয়ে নির্জলা উপবাস করে যায়
পূজো দিতে এসে
আকাশের গ্রন্হনা করে গেলাম
মৃত্তিকার গ্রন্হনা করে গেলাম
সময়ের গ্রন্হনা করে গেলাম
কতিপয় শব্দের কাছে কাঁটাতারহীন
মনুষ্যত্বের ফুল রেখে গেলাম।

থানাপাড়া, লালমনিরহাট

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
হুমায়রা বিনতে শাহরিয়ার এর একগুচ্ছ কবিতা

হুমায়রা বিনতে শাহরিয়ার এর একগুচ্ছ কবিতা

এক. পরিচয় অন্ধকারের মাঝে এক অন্য আমি কে খুঁজে বেড়ানো আমার খেলা।   সে কথা একেবারে মিথ্যা হয়তো কেহ জানবে না, এক আমির ভেতর লুকানো ...
জহির রায়হানের জন্মবার্ষিকী

জহির রায়হানের জন্মবার্ষিকী

  আজ প্রখ্যাত চলচ্চিত্রকার,ঔপন্যাসিক,গল্পকার এবং জহির রায়হানের জন্মতিথি। ১৯৩৫ সালের ১৯ শে আগষ্ট জহির রায়হান জন্মগ্রহণ করেন ফেনির মজুপুরে৷ মাত্র ১৪ বছর বয়সে কলকাতার নতুন ...
প্রবন্ধ -  সুকান্তের বিপ্লবে সমাজ গড়তে ব্যর্থ বাঙালি

প্রবন্ধ – সুকান্তের বিপ্লবে সমাজ গড়তে ব্যর্থ বাঙালি

 রহমতুল্লাহ লিখন “ক্ষুধার রাজ্যে পথিবী গদ্যময় : পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি ।।” লাইন দুটি দেখা বা শোনা মাত্রই প্রতিটি সচেতন , অর্ধসচেতন বাঙালির মনে আসে ...
লাল সবুজের পতাকায়

লাল সবুজের পতাকায়

আরিফুল ইসলাম মহান নেতা ডাক দিলেন। জেগে ওঠো সবে, ঝাঁপিয়ে পড়ো ওদের ওপর নিঃশেষ করতে হবে। সাড়া দিল বীর বাঙালি মহান নেতার ডাকে, লড়বে তারা ...
ভোরের আজান ও আশা পূরণের কাব‍্য

ভোরের আজান ও আশা পূরণের কাব‍্য

মহীতোষ গায়েন ভোরের আজান সেরে আব্বাজান বলেছিল– দেখে নিস খুকি,এবারের খাল ধারের ঐ চিলতে জমি টুক্ আমরা সরকারের কাছ থেকে পাট্টা পাব… আমাদের মাথা গোঁজার ঠাঁই ...
মৃদুলা

মৃদুলা

শহীদুল ইসলাম মৃদুলা মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে বলছি তুমি তোমার খেয়াল রেখ। তুমি তোমার যত্ন নিও। তুমি আরো বাঁচো। হাজার বছরের চেয়েও বেশি বাঁচো। তুমি আরো ...