প্রণয়বিয়োগ

প্রণয়বিয়োগ

আশিক মাহমুদ রিয়াদ

একটি মনমুগ্ধকর বৃষ্টি দিনের কথা,
যেসব দিনে কাকেরা ভিজে,
মানুষ ভিজে হয়ে যায় কাক!
আমি সেদিন তোমায় দেখেছিলেম!.

ভেজা ঘাসের পারুল বনে,
আমি সেদিন তারে চিনেছিলেম
অপরাজিতার স্নিগ্ধ গন্ধে!
শিহরণ জাগ্রত হয়েছিলো রন্ধ্রে রন্ধ্রে।

ঠিক সেদিনেরই কথা-
পৃথিবীতে কতগুলো ফুঁটফুটে ফুল
জন্মানোর আগেই ঝরে গিয়েছিলো!
কিংবা তাদের ঝেরে দিয়েছিলো।
তারা পৃথিবীর হয়ে জন্মাতে পারেনি!
লেখা হয়নি কত ভাগ্যের কাব্য!

অসুখ সুখের বাতিঘরের আলো নিভিয়ে
কত প্রাণ দিয়েছে আত্মহুতি!
কেউ কেউ চলে গিয়েছে,
এই ভেজা বৃষ্টির দিনে।
কত প্রাণ ঝরেছে,
অকালে কেঁদেছে কত চোখ।
এই শিক্ত বর্ষা ভেজা দিনে।

কারো বিচ্ছেদ হয়েছে পরকীয়ার ছোবলে!
অথবা পরম উষ্ণ ভেজা আদরে
তবুও কিছু কিছু প্রেমিক ভালোবেসেছে।
হাত দিয়ে কেউ কেউ বৃষ্টি ছুঁয়ে দেখেছে৷
বৃষ্টির ভেজা গন্ধে কেউ সিগারেট ধরিয়েছে।
আমিও তাদের একজন হয়ে
তোমায় ভালোবাসতে চেয়েছিলেম।
তোমার প্রণয়সুখে, মনখারাপের বৃষ্টির দিনে
হাতে হাত রেখে সঙ্গী হতে চেয়েছিলেম।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
সংকেত- মহীতোষ গায়েন

সংকেত- মহীতোষ গায়েন

মহীতোষ গায়েন   গাছের পাতায় আবার অভব্য চাপ, হাওয়ায় ভাসে হুমকির ভেঁপু,সাপুড়েরা প্রস্তুত করছে ঝাঁপি,অম্লান আলোয় অপেক্ষায় থাকে জর্জরিত সমাজ।   সিদ্ধ সারস্বতরা বেসুরো গাইছে ...
নাটক অথবা সিনেমার স্ক্রিপ্ট লেখার নিয়ম

নাটক অথবা সিনেমার স্ক্রিপ্ট লেখার নিয়ম

আশিক মাহমুদ রিয়াদ নাটক কিংবা সিনেমার স্ক্রিপ্টের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে বিশেষ করে নাটক/শর্টফ্লিম/সিনেমার স্ক্রিপ্টের চাহিদা বর্তমান সময়ে তুঙ্গে। তাই তো নিজের স্বপ্নকে ...
মদে লবন মিশালে হালাল হয়ে যায়?

মদে লবন মিশালে হালাল হয়ে যায়?

ছাইলিপি আর্টিকেল ডেস্ক বিশ্বের বিভিন্ন দেশের সাংস্কৃতি একেকরকম। বিশেষ করে দেশী সাংস্কৃতি ও ঐতিহ্য দেশ ভেদে পরিবর্তন হয়ে থাকে। মদ। শব্দটি আমাদের বাংলাদেশীদের জন্য এক ...
ঈদের সালাম নেবেন

ঈদের সালাম নেবেন

ইমতিয়াজ সুলতান ইমরান আজকে সবাই যাচ্ছে ভেসে হাসিখুশির বানে সবার সাথে আমারও খুব পুলক জাগে প্রাণে। কী হয়েছে? কী ঘটেছে? কিসের মাতামাতি? কিসের খুশি? জানতে ...
হিন্দু (সনাতনী) ছেলেদের বাছাইকৃত সেরা নাম (২০২৪)

হিন্দু (সনাতনী) ছেলেদের বাছাইকৃত সেরা নাম (২০২৪)

অ দিয়ে হিন্দু ছেলেদের নাম ১.অসীম — প্রসিদ্ধ, মহান, অনেক বড়, বিশাল ২. অনিক — ভগবান গণেশ৩. অবদ — উপহার, পুরষ্কার৪. অকীল — বুদ্ধিমত্তা, বুদ্ধিমান৫. ...
অণুগল্প-জলছা্প / দালান  জাহান

অণুগল্প-জলছা্প / দালান  জাহান

আষাঢ় মাস সারাদিন ধরে বৃষ্টি পড়ছে। কখনো উঁকি দিচ্ছে রোদের তেজস্বী ফণা। আবার শুরু হচ্ছে মেঘ ডাকার শব্দ। একদল শিশু বৃষ্টিতে ভিজছে আর বলছে – ...