প্রণয়ের তিন কবিতা

প্রণয়ের তিন কবিতা

তুমি আর আমি
গোলাম সরোয়ার

শুনতে যদি চাও
কান পাতো হৃদয়ের কাছে নুয়ে
ওখানে ভজন গীত
উছলায় জপমালা হয়ে।

হাত বাড়িয়ে ছুঁয়ে দেখ
আমি যে আর আমি নেই
হয়েছি তোমার বিলীন
স্পর্শে তোমার জাগ্রত চোখ
সর্বব্যাপী বরজুখে তুমি আমি অমলিন।

বুঝতে যদি চাও তোমার ভালবাসা আমার আমিম্বে নিয়েছি কতটুকু,
গুনে দেখ হৃদয়ের স্পন্দনে
তুমি আর সিজদা রুকু।

 

বেদনার নীল আকাশ
গোলাম সরোয়ার

যেখানেই হাত রাখি
মুদ্রাদোষে সবই পাল্টে যায়
এক একটি পাতার মতো পড়ে থাকে
বেদনার পাশে শুধু বেদনা…

নিঃসঙ্গ রাস্তার একপাশে রাত পার হবে

আমার কাছের গল্পে ভীষণ অন্ধকার
হাওয়ায় শনশন করে ওঠে কত পাতা
সব ঘরে চুপ করে জানালা বন্ধ।
মানুষের বহমান বেদনা থেকে
শিকড়শুদ্ধ মন তুলে নিতে কেউ কি কখনও ডাকবে না?

 

তুমি কি আমার হবে
গোলাম সরোয়ার

রং-তুলি আঁচড়ে ফুটিয়ে তুলি
মনের শিহরণ
স্বপ্ন বুনে পুঁথিরমালা গেঁথে চলি অজানায়
বেলি ফুলের সৌরভ সজিবতা অর্জন করি
দূর বহুদূরের রাস্তায় খুঁজে বেড়াই প্রিয় মুখ
হাসিমাখা সেই তোমাকে চাই
ভোরের ¯স্নিগ্ধতার আলোয় খেলায়
কড়া রোদে পুড়ে পুড়ে ক্ষার হব
গোধূলি লগ্নে রাতের নিস্তব্ধতায়
খুঁজে নিবো ঠিকই
আচ্ছা তুমি কি আমার হবে?

 

র‍্যাব সদর দপ্তর, ঢাকা।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
ষোলই ডিসেম্বর

ষোলই ডিসেম্বর

ড. মির্জা গোলাম সারোয়ার পিপিএম  লাখো শহীদের আত্নত্যাগে এদেশ স্বাধীন হয়, বীর বাঙালি এদেশের জন্য বুকের রক্ত দেয়। মুক্তিযোদ্ধারা জীবন দিয়েই স্বাধীন করে দেশ, বিশ্বের ...
কবি জীবনানন্দের প্রতি- পল্লব রায়

কবি জীবনানন্দের প্রতি- পল্লব রায়

 পল্লব রায়   হে কবি লহ প্রণাম , আপামর বাঙালির– তোমার কবিতা আজ ও দামী তবে তাহা সবার জন্য নহে , যাহারা আজ ও কবিতা ...
রম্য সাহিত্যে পুরস্কার পেলেন শফিক হাসান

রম্য সাহিত্যে পুরস্কার পেলেন শফিক হাসান

রম্যরচনায় ‘উপমা সাহিত্য পুরস্কার’ পেয়েছেন তরুণ লেখক শফিক হাসান। গত বৃহস্পতিবার (২৫ মে, ২০২৩) রাজধানী ঢাকার পুরানা পল্টনের একটি হলরুমে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়। ...
 প্রবন্ধ- জীবনানন্দের মনন

 প্রবন্ধ- জীবনানন্দের মনন

অর্পিতা আচার্য জীবনানন্দ দাশের মনন ও সৃষ্টি নিয়ে , তাঁর মনোবিকলণ ও আত্মহত্যাপ্রবণতা নিয়ে কত  যে চর্চা হয়েছে , তার বোধহয় ইয়ত্তা নেই । এই ...
নববর্ষের বার্তা

নববর্ষের বার্তা

মহীতোষ গায়নে পুরানো স্মৃতি যায় না কভু ভোলা কিছু স্মৃতি তেমনি বিস্বাদ, কিছু স্মৃতি যতই মুছে ফেলা দিন কেটে যায় পূরণ হয় না খাদ। যাও ...
সুনীল গঙ্গোপাধ্যায়ের কথা মনে পড়ছে

সুনীল গঙ্গোপাধ্যায়ের কথা মনে পড়ছে

শিবাশিস মুখোপাধ্যায় sine qua non – সুনীল গঙ্গোপাধ্যায়ের কথা মনে পড়ছে আজকের দিনে সুনীল গঙ্গোপাধ্যায়কে ছারা কিছু লিখতে পারছিনা, তাই sine qua non (Latin , literally ...