গোবিন্দলাল হালদার
আমাদের বুকে আছে- মোছেনি. রেড অক্সাইড প্রলেপ।
সোনারা মুষ্ঠিবদ্ধ হাতে রাজপথে প্রতিবাদ করেছিলো
সোনারা শহিদ মিনারে কংক্রিটের বুকে বুক রেখে ঘুমায়
সোনারা গান গায়, ‘ও আমার দেশের মাটি তোমার বুকে…
সোনারা রক্ত পলাশ শিমুল আর মোরগ জবা ফুলে মিশে আছে
সোনারা বুকে এঁকে মানচিত্র,মিনারের গায়
প্রতীক সূর্যে প্রতিদিন কথা বলে।
আমার সোনারই তো ফেব্রুয়ারি ;
আমি প্রতিদিন ফেব্রুয়ারির সাথে কথা বলি।
সোনাদের সাথে কথা বলে দোয়েল শ্যামা টুনটুনি মুনিয়া কাকাতোয়া
কথা বলে পাহাড়ের ঝর্ণাধারা নদীর উৎফুল্ল ঢেউ
সবুজ প্রকৃতি দিগন্ত মাঠ বৃক্ষলতা আকাশ বাতাস
সোনাদের সাথে কথা বলি আমরা —’আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি…
চরপাড়া, বেড়া, পাবনা।