সব কিছু ঠিক হবে এ আমার বিশ্বাস। আর ঠিক হয়ে গেলেই,আমি পাহাড়ে ছুটে যাবো।
সুউচ্চ পাহাড়ে দাঁড়িয়ে প্রকৃতির অপার সৌন্দর্য প্রান ভরে নিজের ভেতরে আহরণ করবো ।
আমি ছুটে যাব সমুদ্রের নোনা জলে ঢেউয়ের আছড়ে পরা লেপ্টে যাওয়া ভাবলেশহীন মনোভাব দেখতে।
নোনা বালুচরে আকিবুকি কেটে তোমার নাম লিখে সুখের অনিশ্চিত খেলায় মেতে উঠবো।
আমি ছুটে যাব কোলাহলে,যেখানে সবাই ব্যস্ত আর উল্লাসে আত্নহারা হয়ে আছে।
যেখানে পাশাপাশি দুজনের ছোট্ট অনুভুতি গুলো মাখামাখি হয়ে আছে।
আমি ছুটে যাবো ঝুম বৃষ্টির শব্দে মাতোয়ারা হয়ে উল্লাসে মেতে উঠতে।
আমি প্রকৃতির নির্লিপ্ত তান্ডব দুচোখ ভরে দেখবো । কুড়িয়ে নেবো বছরের প্রথম শীল আর লেলুয়া বাতাসের রক্তিম আমেজ।
আমি ছুটে যাবো দারিদ্রে।অনাহারে ক্লিষ্ট মানুষের পথে প্রান্তরে নতুন জীবনের সূচনা করতে।
যেখানে নতুন করে জীবনের সীমানা এঁকে দেয়া হয়।
আমি ছুটে যাবো নিত্যদিনের কর্মব্যস্ততায়।ব্যাস্ততম সড়কে দাঁড়িয়ে মানুষের ছোটাছুটি আর ছাইপাস দেখে অবাক হবো।
দীর্ঘক্ষনের অপেক্ষায় সেদিন আর বিরক্ত না হয়ে নতুন করে খুঁজে নেবো নিজেকে।
সব কিছু ঠিক হলে আমি মেঘ হবো।
ছুটে যাব অসীমে।
সব কিছু ঠিক হলে
সব কিছু ঠিক হলে।