প্রথম রাত

প্রথম রাত

আশিক মাহমুদ রিয়াদ

উত্তপ্ত রাতের শীতল হাওয়া
প্রেমের রাজ্যে সুবাস হাওয়া, যেখানে শিখা জ্বলে,
যেখানে হৃদয় ছড়িয়ে যায় আনন্দে,
একটি গল্প উন্মোচিত হয়, ভালোবাসা নতুনত্বের বহমান!
প্রেম আসে গল্পের গভীরতায়, থাকে চিরকাল।

আত্মার নৃত্য জ্বলজ্বল করছে চোখ!
প্রেমের নামে রচিত হয়েছে সিম্ফনি,
একটি জ্বলন্ত সংমিশ্রণ,
দুটি আত্মা জড়িত মিলেমিশে একাকার,
তাদের ভালবাসা সেজেছে বনফুলে,
শোক সুখে আবদ্ধ, বিষাদ তার কবেকার।

প্রতিটি স্পর্শে,
একটি কাঁপুনি রণতরীর শিহরণ,
ফুলের স্পর্শের নোনা সুগন্ধে তোমার শরীর হরণ!
ঘনঘোর শিহরণে! তোমার শরীরের আমার চুম্বন!

শোনো আজ সৌভাগ্যের দিন!
অভাবের ভাগ্যরখা-
নক্ষত্রের মতো জ্বলছে ভীষণ ঋণ,
অদম্য ভালবাসায় জ্বলছে একটি নরক,
আজ আকাঙ্ক্ষারগোলকধাঁধায়,
রাজ্যের অন্বেষণে, যেখানে আবেগ খেলা করে।

কোমল ফিসফিস এবং চুরি চুম্বনে,
সুখ জ্বলে ওঠে, চিরন্তন আনন্দে,
আজ আমাদের গল্প শুরু, প্রেমের পাতায়,
রংতুলির আবেগের স্ট্রোকে, সুখ-সেজেছে প্রেমময় মঞ্চে।
আজ শোনাই তোমায় এ কবিতা, নৃত্য বিহ্বল নগ্নে!

প্রচণ্ড ঝড় এবং মৃদু বাতাস,
ঘনঘোর প্রেম ছোবল বুনেছে বুনোহাস!
সমুদ্রের মতোসীমাহীন মরুর মত উত্তপ্ত এবং জলস্রোতে উগ্র,
হয়েছি আজ অবরুদ্ধ!
শেখর-শেকড়ে কোনঠাসা ভালোবাসা-
হৃদয়ের গহীণে চিরকাল!

তোমার ক্রোধে বাজে আমার পৌরষত্ব
তোমার শীৎকারে নাচে আমার হৃদয়,
তোমার সর্বচ্চো শিহরিত সুখের নোনা জলে
ভেজে আমার শরীরের তৃষ্ণার্ত চিবুক!
তবে আজ শোনো এ শিহরণের গান,
আজ এসেছে জ্যোৎস্না জোয়ারে প্রথম প্রেমের গান!

 

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
আহমেদ ছফার মৃত্যুবার্ষিকী

আহমেদ ছফার মৃত্যুবার্ষিকী

“যে শহরে বোবার মত ঝুলছে নীরবতা বুকের নদীর ঢেউে জাগে মাছের মত কথা কারা যেন সামনে দাড়ায় সোহাগ ভুলায় তারা ছায়ার মত চমকে মিলায় ছায়ার ...
এখন আমি কাউকেই বিশ্বাস করি না

এখন আমি কাউকেই বিশ্বাস করি না

জোবায়ের মিলন এখন আমি কাউকেই বিশ্বাস করি না মেজর সিনহার ঘটনায় চাঁদ অার সূর্য বাতিল করলো কফির অাড্ডা বন্যায় অাগত জলে শিশুরা ভাসাল নৌকা কিছু ...
শাকিব খানের নতুন নায়িকা এত হট?  Sonal Chauhan Indian actress and singer

শাকিব খানের নতুন নায়িকা এত হট? Sonal Chauhan Indian actress and singer

শাকিব খানের সাথে চুটিয়ে অভিনয় করছেন ইমরান হাশমির একসময়ের নায়িকা সোনাল চৌহান। ২০০৮ সালে মুক্তি পাওয়া বলিউড ব্লকবাস্টার জান্নাত সিনেমায় ইমরান হাশমীর বিপরীতে ছিলেন সোনাল। ...
বাসন্তিকা তোমায়

বাসন্তিকা তোমায়

তপন মাইতি মাথার ওপর দিয়ে চলে গেল কীভাবে দিনগুলো… সূর্য ওঠা ডোবার মাঝখানে কী ঘটেছে কে বলবে? যেভাবে মানুষের প্রচণ্ড দুঃখ হয় হৃদয় ভাঙলে নিজের ...
এক পুজোর বিকেল

এক পুজোর বিকেল

অনঞ্জন সেটা ছিল এক পুজোর বিকেল, ছোট্ট চারবছরের মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে গালি দিচ্ছিল পথচলতি মানুষকে, ভিক্ষা না-পেয়ে ও এখনও জানেনা ভিক্ষা ওর কোন মৌলিক অধিকার ...
শালীমার গার্ডেন

শালীমার গার্ডেন

|লিখেছেন-অঞ্জলি দে নন্দী * শালীমার গার্ডেন। সাহিবাবাদ। গাজিয়াবাদ। উত্তর প্রদেশ। ভারত।  এখানে একটি মাল্টিস্টোরি বিল্ডিং-এর ফ্রন্ট সাইডের টপ ফ্লোরের একটি টু বি. এইচ. কে. ফ্ল্যাটে ...