প্রথম রাত

প্রথম রাত

আশিক মাহমুদ রিয়াদ

উত্তপ্ত রাতের শীতল হাওয়া
প্রেমের রাজ্যে সুবাস হাওয়া, যেখানে শিখা জ্বলে,
যেখানে হৃদয় ছড়িয়ে যায় আনন্দে,
একটি গল্প উন্মোচিত হয়, ভালোবাসা নতুনত্বের বহমান!
প্রেম আসে গল্পের গভীরতায়, থাকে চিরকাল।

আত্মার নৃত্য জ্বলজ্বল করছে চোখ!
প্রেমের নামে রচিত হয়েছে সিম্ফনি,
একটি জ্বলন্ত সংমিশ্রণ,
দুটি আত্মা জড়িত মিলেমিশে একাকার,
তাদের ভালবাসা সেজেছে বনফুলে,
শোক সুখে আবদ্ধ, বিষাদ তার কবেকার।

প্রতিটি স্পর্শে,
একটি কাঁপুনি রণতরীর শিহরণ,
ফুলের স্পর্শের নোনা সুগন্ধে তোমার শরীর হরণ!
ঘনঘোর শিহরণে! তোমার শরীরের আমার চুম্বন!

শোনো আজ সৌভাগ্যের দিন!
অভাবের ভাগ্যরখা-
নক্ষত্রের মতো জ্বলছে ভীষণ ঋণ,
অদম্য ভালবাসায় জ্বলছে একটি নরক,
আজ আকাঙ্ক্ষারগোলকধাঁধায়,
রাজ্যের অন্বেষণে, যেখানে আবেগ খেলা করে।

কোমল ফিসফিস এবং চুরি চুম্বনে,
সুখ জ্বলে ওঠে, চিরন্তন আনন্দে,
আজ আমাদের গল্প শুরু, প্রেমের পাতায়,
রংতুলির আবেগের স্ট্রোকে, সুখ-সেজেছে প্রেমময় মঞ্চে।
আজ শোনাই তোমায় এ কবিতা, নৃত্য বিহ্বল নগ্নে!

প্রচণ্ড ঝড় এবং মৃদু বাতাস,
ঘনঘোর প্রেম ছোবল বুনেছে বুনোহাস!
সমুদ্রের মতোসীমাহীন মরুর মত উত্তপ্ত এবং জলস্রোতে উগ্র,
হয়েছি আজ অবরুদ্ধ!
শেখর-শেকড়ে কোনঠাসা ভালোবাসা-
হৃদয়ের গহীণে চিরকাল!

তোমার ক্রোধে বাজে আমার পৌরষত্ব
তোমার শীৎকারে নাচে আমার হৃদয়,
তোমার সর্বচ্চো শিহরিত সুখের নোনা জলে
ভেজে আমার শরীরের তৃষ্ণার্ত চিবুক!
তবে আজ শোনো এ শিহরণের গান,
আজ এসেছে জ্যোৎস্না জোয়ারে প্রথম প্রেমের গান!

 

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
কবিতা- মানব সমাজ

কবিতা- মানব সমাজ

উম্মে হাবিবা সমাজ!সেতো বন্দী দেখো প্রভাবশালীর হাতে, অত্যাচারী করলো চুরি,মানবতা তাই কাঁদে। অযোগ্যকে আসন দিয়ে পুতুল খেলার মতো, জয়ের মুকুট পড়ে আবার উল্লাসেতে মাতো। সত্যি ...
আফরিনের পরী মাওরি

আফরিনের পরী মাওরি

জাফরিন নূর আফরিন! এই আফরিন। কোথায় তুই? কী করছিস? -মা আমি এখানে। -সারাক্ষণ কী করিস তুই? -মা আমি আলতা দিচ্ছি। -তুই আবার এগুলো করছিস! কতদিন ...
'হাওয়া' ফুল মুভি রিভিউ

‘হাওয়া’ ফুল মুভি রিভিউ

লেখা – আশিক মাহমুদ রিয়াদ  বাংলাদেশী সিনেমার পালে এক টুকরো হাওয়া দিয়েছে যে সিনেমাটি তার নাম ‘হাওয়া’। সিনেমাটির সাদা সাদা কালাকালা গানটি ভাইরাল হওয়ার পর ...
তবে তাই হোক | সাপ্তাহিক স্রোত । দশম সংখ্যা

তবে তাই হোক | সাপ্তাহিক স্রোত । দশম সংখ্যা

|মৌটুসী চাকমা . যদি শুধুমাত্র নিঃশ্বাস নেয়াকে বেঁচে থাকা বলে তবে তাই হোক যদি কেবল হেঁটে চলে বেড়ানোকে বেঁচে থাকা বলে তবে তাই হোক যদি ...
বাংলার রূপ

বাংলার রূপ

 ইমরান হোসাইন   এই বাংলায় হয়েছিল যে দেখা কথা ছিল হবে আবার দেখা , এই বাংলা রয়ে যাবে চিরকাল তুমি রবে না একা । আবছা ...
শূন্যতার নিশ্বাস - সৌর শাইন

শূন্যতার নিশ্বাস – সৌর শাইন

সৌর শাইন গভীর রাত। সমুদ্র উপকূল ঘেঁষে অদূরে কুচকুচে কালো পিচঢালা হাইওয়ে রোড। মেঘাচ্ছন্ন চাঁদ, আলো-আঁধারিতে মগ্ন চারপাশ। দূরের জলরাশি বনের বাঘের মতো গর্জাতে গর্জাতে ...