প্রথম রাত

প্রথম রাত

আশিক মাহমুদ রিয়াদ

উত্তপ্ত রাতের শীতল হাওয়া
প্রেমের রাজ্যে সুবাস হাওয়া, যেখানে শিখা জ্বলে,
যেখানে হৃদয় ছড়িয়ে যায় আনন্দে,
একটি গল্প উন্মোচিত হয়, ভালোবাসা নতুনত্বের বহমান!
প্রেম আসে গল্পের গভীরতায়, থাকে চিরকাল।

আত্মার নৃত্য জ্বলজ্বল করছে চোখ!
প্রেমের নামে রচিত হয়েছে সিম্ফনি,
একটি জ্বলন্ত সংমিশ্রণ,
দুটি আত্মা জড়িত মিলেমিশে একাকার,
তাদের ভালবাসা সেজেছে বনফুলে,
শোক সুখে আবদ্ধ, বিষাদ তার কবেকার।

প্রতিটি স্পর্শে,
একটি কাঁপুনি রণতরীর শিহরণ,
ফুলের স্পর্শের নোনা সুগন্ধে তোমার শরীর হরণ!
ঘনঘোর শিহরণে! তোমার শরীরের আমার চুম্বন!

শোনো আজ সৌভাগ্যের দিন!
অভাবের ভাগ্যরখা-
নক্ষত্রের মতো জ্বলছে ভীষণ ঋণ,
অদম্য ভালবাসায় জ্বলছে একটি নরক,
আজ আকাঙ্ক্ষারগোলকধাঁধায়,
রাজ্যের অন্বেষণে, যেখানে আবেগ খেলা করে।

কোমল ফিসফিস এবং চুরি চুম্বনে,
সুখ জ্বলে ওঠে, চিরন্তন আনন্দে,
আজ আমাদের গল্প শুরু, প্রেমের পাতায়,
রংতুলির আবেগের স্ট্রোকে, সুখ-সেজেছে প্রেমময় মঞ্চে।
আজ শোনাই তোমায় এ কবিতা, নৃত্য বিহ্বল নগ্নে!

প্রচণ্ড ঝড় এবং মৃদু বাতাস,
ঘনঘোর প্রেম ছোবল বুনেছে বুনোহাস!
সমুদ্রের মতোসীমাহীন মরুর মত উত্তপ্ত এবং জলস্রোতে উগ্র,
হয়েছি আজ অবরুদ্ধ!
শেখর-শেকড়ে কোনঠাসা ভালোবাসা-
হৃদয়ের গহীণে চিরকাল!

তোমার ক্রোধে বাজে আমার পৌরষত্ব
তোমার শীৎকারে নাচে আমার হৃদয়,
তোমার সর্বচ্চো শিহরিত সুখের নোনা জলে
ভেজে আমার শরীরের তৃষ্ণার্ত চিবুক!
তবে আজ শোনো এ শিহরণের গান,
আজ এসেছে জ্যোৎস্না জোয়ারে প্রথম প্রেমের গান!

 

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
প্রজাপতি খেলা-আনোয়ার রশীদ সাগর

প্রজাপতি খেলা-আনোয়ার রশীদ সাগর

 আনোয়ার রশীদ সাগর   শিউলি ফুটেছিল, ঝরে যাচ্ছে; মেঘেরাও হারিয়ে যাচ্ছে নীল আকাশের আড়ালে ছায়াপথে আজ আঁধারের বিশালতা, কোন একদিন রাখালিয়া সুরে ঝরায়েছিল জোছনা স্বপ্নস্রোতের ...
অণুগল্প- মন ঘুড়ি উড়া

অণুগল্প- মন ঘুড়ি উড়া

  আরণ্যক   মাঝে মাঝে শুকনাে পাতায় খসখস শব্দ উঠে—তখন ধীর পা হেঁটে যায় ক্যান্সাসের দক্ষিণে—ছায়া দীর্ঘ হয়ে একসময় সন্ধ্যা নামে টিলা চূড়ায় কমরেডরা ফর্সা ...
সিনেমা রিভিউ - আয়নাবাজি

সিনেমা রিভিউ – আয়নাবাজি

সিনেমা- আয়নাবাজি পরিচালক-অমিতাভ রেজা চৌধুরী প্রযোজক-জিয়াউদ্দিন আদিল,গাউসুল আলম শাওন।  চিত্রনাট্যকার-গাউসুল আলম শাওন,অনম বিশ্বাস  ।  শ্রেষ্ঠাংশে-চঞ্চল চৌধুরী,মাসুমা রহমান নাবিলা,পার্থ বড়ুয়া ।  সিনেমা পর্যালোচনা লিখেছেন- হুমায়রা বিনতে ...
আপন

আপন

|মোহাম্মদ আবদুর রহমান   আপন শব্দটা খুঁজছি ঊষা আর গোধূলির মাঝে কিন্তু সব মানুষরূপী পশু গুলি হায়েনার মত চোখ রাঙা করে দেখে সূর্য ব্যঙ্গ করে ...
বিদ্রোহী কবিতা - কাজী নজরুল ইসলাম

বিদ্রোহী কবিতা – কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলাম বল বীর – বল উন্নত মম শির! শির নেহারি’ আমারি নতশির ওই শিখর হিমাদ্রির! বল বীর – বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি’ চন্দ্র ...