এখানে লেখা হয়েছে একটি করে নগ্ন মেঘফুলের গল্প। যেখানে পাপ-পূণ্যের হিসেবে বন্দী হয়ে আছে দুটি উত্তপ্ত আত্মা। অবশেষে তারা নিজেদের অজান্তেই ঢেলে দেয় প্রশান্তির সুখ। এরপর আসে নারকীয় মাদকতা। সতর্কীকরণঃ গল্পগুলো একান্তই নিজ দায়িত্বে পড়ুন। গল্পগুলো মোটেও অশ্লীল নয়, বরং গল্পগুলোর প্রেক্ষাপট চরম রোমান্টিকতা (১৮+) দিয়ে সাজানো হয়েছে।