সিনেমানামা
প্রিয়তমার মতো রাজকুমার সিনেমার প্রথম গানটিও দর্শকদের মধ্যে ব্যপক সারা ফেলেছে। মুক্তির পর পরই সিনেমাটির প্রথম গান ও টাইটেল ট্র্যাক ‘তোমার রাজকুমার’ শিরোনামের গানটি দর্শকদের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দি য়েছে কয়েকগুণ! সিনেমা মুক্তির ব্যাপারে তাইতো ভীষণ আশাবাদী রাজকুমার সিনেমার প্রযোজক আরশাদ আদনান। ‘রাজকুমার’ শিরোনামের গানটি গেয়েছেন বালাম ও সোমনূর মনির কোনাল। আসিফ ইকবালের কথায় এর সুর করেছেন আকাশ সেন। ভার্সেটাইল মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে গানটি। এতে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফির সঙ্গে শাকিব খানের বেশ জমজমাট রসায়ন দেখা গেছে। গানটি চিত্রায়িত হয়েছে যুক্তরাষ্ট্রে।
ছবির কাজও অনেকখানি হয়েছে সেখানে। হিমেল আশরাফের পরিচালনায় গত বছর শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমাটি দারুণ ব্যবসা সফল হয়। সেই ছবিতে বালাম-কোনালের গাওয়া ‘প্রিয়তমা’ গানটিও বছরের সবচাইতে শ্রোতাপ্রিয় গানে পরিণত হয়। তারই ধারাবাহিকতায় এবার একই পরিচালকের ‘রাজকুমার’ সিনেমায় পর্দায় আসতে চলেছেন তিনি। আরশাদ আদনানের প্রযোজনায় এ সিনেমার ফার্স্ট লুক এরইমধ্যে প্রকাশ করা হয়েছে। ধারণা করা হচ্ছে গত বছরের মতো এ ছবিটিও ইন্ডাস্ট্রির চাকা ঘুরাতে সক্ষম হবে। ছবিটি নিয়ে শাকিব খান বলেন, ‘রাজকুমার’ একটি পরিপূর্ণ ছবি। অনেক সময় নিয়ে বিভিন্ন জায়গায় আমরা ছবিটির শুটিং করেছি। শুধুমাত্র দর্শকদের জন্যই এত পরিশ্রম। আমি আশা করি এই ঈদে দর্শকদের প্রত্যাশা পূরণে পুরোপুরি সক্ষম হবে ‘রাজকুমার’।
রাজকুমার গানটি মুক্তি পাওয়ার পর থেকেই দর্শক মহলে চলছে নানাবিধ প্রশ্ন। অনেকেই বলছেন গানটি সেভাবে মন জয় করতে পারেনি, ‘ও প্রিয়তমা ধাচের মতোই এই গানটিরও একক ধারা বহাল রয়েছে। তবে শাকিব ভক্তরা মনে করছে ‘ও প্রিয়তমা’ র পর ‘তোমার রাজকুমার’ দুটি গানই তাদের মনে ধরেছে। তারা প্রত্যাশা করছেন খুব শীঘ্রই রাজকুমার সিনেমার নতুন গান মুক্তি দেওয়া হোক। ঈদ উপলক্ষ্যে রাজকুমার সিনেমার আরও দারুণ দারুণ গান মুক্তি পেতে যাচ্ছে যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন শাকিব ভক্তরা।