প্রিয়তমার রেকর্ড ভাঙবে রাজকুমার

প্রিয়তমার রেকর্ড ভাঙবে রাজকুমার

সিনেমানামা

প্রিয়তমার মতো রাজকুমার সিনেমার প্রথম গানটিও দর্শকদের মধ্যে ব্যপক সারা ফেলেছে। মুক্তির পর পরই সিনেমাটির প্রথম গান ও টাইটেল ট্র্যাক ‘তোমার রাজকুমার’ শিরোনামের গানটি দর্শকদের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দি য়েছে কয়েকগুণ! সিনেমা মুক্তির ব্যাপারে তাইতো ভীষণ আশাবাদী রাজকুমার সিনেমার প্রযোজক আরশাদ আদনান। ‘রাজকুমার’ শিরোনামের গানটি গেয়েছেন বালাম ও সোমনূর মনির কোনাল। আসিফ ইকবালের কথায় এর সুর করেছেন আকাশ সেন। ভার্সেটাইল মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে গানটি। এতে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফির সঙ্গে শাকিব খানের বেশ জমজমাট রসায়ন দেখা গেছে। গানটি চিত্রায়িত হয়েছে যুক্তরাষ্ট্রে।

ছবির কাজও অনেকখানি হয়েছে সেখানে। হিমেল আশরাফের পরিচালনায় গত বছর শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমাটি দারুণ ব্যবসা সফল হয়। সেই ছবিতে বালাম-কোনালের গাওয়া ‘প্রিয়তমা’ গানটিও বছরের সবচাইতে শ্রোতাপ্রিয় গানে পরিণত হয়। তারই ধারাবাহিকতায় এবার একই পরিচালকের ‘রাজকুমার’ সিনেমায় পর্দায় আসতে চলেছেন তিনি। আরশাদ আদনানের প্রযোজনায় এ সিনেমার ফার্স্ট লুক এরইমধ্যে প্রকাশ করা হয়েছে। ধারণা করা হচ্ছে গত বছরের মতো এ ছবিটিও ইন্ডাস্ট্রির চাকা ঘুরাতে সক্ষম হবে। ছবিটি নিয়ে শাকিব খান বলেন, ‘রাজকুমার’ একটি পরিপূর্ণ ছবি। অনেক সময় নিয়ে বিভিন্ন জায়গায় আমরা ছবিটির শুটিং করেছি। শুধুমাত্র দর্শকদের জন্যই এত পরিশ্রম। আমি আশা করি এই ঈদে দর্শকদের প্রত্যাশা পূরণে পুরোপুরি সক্ষম হবে ‘রাজকুমার’।

রাজকুমার গানটি মুক্তি পাওয়ার পর থেকেই দর্শক মহলে চলছে নানাবিধ প্রশ্ন। অনেকেই বলছেন গানটি সেভাবে মন জয় করতে পারেনি, ‘ও প্রিয়তমা ধাচের মতোই এই গানটিরও একক ধারা বহাল রয়েছে। তবে শাকিব ভক্তরা মনে করছে ‘ও প্রিয়তমা’ র পর ‘তোমার রাজকুমার’ দুটি গানই তাদের মনে ধরেছে। তারা প্রত্যাশা করছেন খুব শীঘ্রই রাজকুমার সিনেমার নতুন গান মুক্তি দেওয়া হোক। ঈদ উপলক্ষ্যে রাজকুমার সিনেমার আরও দারুণ দারুণ গান মুক্তি পেতে যাচ্ছে যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন শাকিব ভক্তরা।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
মধ্যপ্রাচ্যের গল্প

মধ্যপ্রাচ্যের গল্প

রেজাউল ইসলাম হাসু   আমি যে ঘরে থাকি সেখানে কোনো দরজা নেই, জানালা নেই। আপনার ঘরের দরজা, জানালাগুলো আমার অনেকদিন মনে থাকবে। বিশ্বাস করেন, এভাবে ...
খুশির ঈদ

খুশির ঈদ

কার্ত্তিক মণ্ডল আকাশের বুকে যখন একফালি চা‍ঁদ হাসে ঈদের খুশির জোয়ারে নতুন সকাল ভাসে। কোলাকুলি আর শুভেচ্ছার চলে বিনিময় সুখ শান্তি সোহাগ ত‍্যাগের মিষ্টি বাতাস ...
বনলতা সেন  : কবিতাচূড়ামণি

বনলতা সেন  : কবিতাচূড়ামণি

 সুজিত রেজ বহুপঠিত , বহুচর্চিত , বহুকূটভাষিত , বহুবিতর্কিত , বহুফলিত , বহুনন্দিত  কবিতা জীবনানন্দের ‘ বনলতা সেন ‘ পুনর্পর্যালোচনার ইচ্ছাবেগ হাঁড়িকাঠে গলা সেঁদিয়ে আত্মহত্যাপ্রবণ ...
বিজয় উল্লাস

বিজয় উল্লাস

অশোক কুমার পাইক কত রক্তের বিনিময়ে বাংলাদেশ পেলাম হে বীর শহীদেরা নাও আমাদের সেলাম, একাত্তরে ভয়াবহ সেই পাক তান্ডব লীলা মুক্তিযুদ্ধে রক্তক্ষয়ী সংগ্রাম হয়নি ঢিলা ...
লিডার - আমিই বাংলাদেশ : নতুন বাংলাদেশের স্বপ্ন দেখালেন সাকিব খান।

লিডার – আমিই বাংলাদেশ : নতুন বাংলাদেশের স্বপ্ন দেখালেন সাকিব খান।

সিনেমানামা ডেস্ক বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় এবং তপু খানের নির্দেশনায় নির্মিত পলিটিক্যাল-অ্যাকশন জনরার সিনেমা ‘লিডার – আমিই বাংলাদেশ’। সিনেমাটিতে অভিনয় করেছেন বাংলাদেশের একমাত্র হাইয়েস্ট স্টারডম কিং ...
লাল সবুজের পতাকায়

লাল সবুজের পতাকায়

আরিফুল ইসলাম মহান নেতা ডাক দিলেন। জেগে ওঠো সবে, ঝাঁপিয়ে পড়ো ওদের ওপর নিঃশেষ করতে হবে। সাড়া দিল বীর বাঙালি মহান নেতার ডাকে, লড়বে তারা ...