প্রিয় আমি আছি।
পশ্চিমাকাশের দিগন্ত রেখার মত।
কিংবা রাতের আকাশে উজ্জল তারার মত।
হয়ত হয়েছি ক্ষত।
তোমার অভিমানের তিরে।
তাই গিয়েছি সরে, কয়েক আলোক বছর দুরে।
হয়ত কাছে নেই।
তবু রয়েছি ঠিকই।
জানি ক্ষতি নেই।
জানি একদিন ভাঙবে সকল অভিমান,
কেবল সময়ের ব্যবধান।
সেদিন ফিরবো কাছে জেনে রাখ পৃথিবী।
অভিমানের ঢেউ শান্ত হবে, ভালোবাসা ছড়াবে আকাশচুম্বী।
ওই দিগন্তরেখা রক্তিম হয়ে মিলিয়ে যাবে আধারে।
ওই জলন্ত তারা খসে পরবে,
আলো ছড়াবে তোমার শহরে।
সেদিন টুটবে সকল দুরত্ব,
ঘুচবে আমার যাযাবরত্ব।
সব সংশয় দুর করে দিয়ে থাকবো দুজন কাছাকাছি।
আপাতত এটুক জেনো,
বলছি তোমায়, প্রিয় আমি আছি।