সবুজ আহমেদ
ফেরারি পাখি ব্যথায় ভুলে গেছে ফেরার পথ-
আলো প্রজ্জ্বলিত নক্ষত্রে নেমেছে ঘোর অমানিশা
সুযোগে বয়ে যাওয়া নদীতে শিকারি মেরেছে শলা
মনের মগডালে বসে প্রেমান্ধপাখি খেলছে আপন পর
আঁধারে রাতে চোখ বুজে যে বলাকা পাড়ি দিত দিগন্ত
আজ আড়ালে রাখে সঞ্চিত সাহস- নিশাচর কলঙ্কিতমুখ।
অনেকটা কোনঠাসা,আঘাতে ব্যথায় কুঁকড়ে গেলেও বলেনা….
শুধু রাস্তার মোড়ে চিৎকার দিয়ে গড়াগড়ি খায় স্পর্শহীন শূন্যতা।