কবিতাপ্রথম পাতাপ্রেমের কবিতাপ্রেমের ছন্দসর্বশেষ

নক্ষত্রের প্রতিবেশী

সুজন আরিফ

তোমার দোষ একটাই,তুমি কেন নক্ষত্রের প্রতিবেশী
জানতো,সুদূরে চোখ রেখে-
উড়ন্ত পাখি দেখা আমার বহুদিনের স্বভাব
স্পর্শের নামতায় উড়িয়ে দিই প্রণয়ের দারুণ ফানুস
ভেঙে যাবে সন্দেহের যাবতীয় দেয়াল
একটি নয়,শত ফাগুন ধরা দেবে প্রতিকূল মধ্যরাতে।

আমাদের সময়ে কেবল আমাদের-ই অধিকার
দিগন্ত কাঁপিয়ে আনন্দে জেগে রবে বহতা নদী
অপয়া ইতিহাস মুছে যাবে চিরতরে
মানুষের স্বপ্নে শুধুই আমরণ প্রেমের প্রদীপ
মর্মজ্বালা ভুলে খুঁজে নেবে বিশুদ্ধ সবুজ পাতার ছবি।

তোমার দোষ ঐ একটাই,তুমি কেন নক্ষত্রের প্রতিবেশী!

সহকারী অধ্যাপক
বাংলা বিভাগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]