কবিতা- নির্বাধ | মাইনুল হোসেন
তোমার আমার মিলন হবে
এক দেয়ালবিহীন পৃথিবীতে।
এক সূর্যমুখীর ক্ষেতে দাঁড়িয়ে,
দেশ-কাল-সীমানার গন্ডি পেরিয়ে,
সমাজ,সম্পর্ক, সংসারকে পায়ে মাড়িয়ে
ঘাসফড়িংদের সাক্ষী রেখে তোমায় আত্মায় জড়িয়ে।
তোমার আমার দেখা হবে
এক মহাকর্ষহীন পৃথিবীতে
মেঘেদের ছাড়িয়ে
এ পৃথিবীর সব মোহের উর্ধ্বে দাঁড়িয়ে
গৎবাঁধা প্রেমের নিয়ম গুঁড়িয়ে
জোছনার রঙ হৃদয়ে জড়িয়ে!
প্রিয়তমা আমার
যেদিন তুমি অনুভবে বুঝতে শিখবে,
তোমার হৃদয়ে প্রেম পেয়েছে বৃদ্ধি।
যেদিন তুমি বুঝতে শিখবে,
তুমি গভীর সাধনায় লাভ করা সিদ্ধি
শুধু সেদিন এ দুই ব্রহ্মাণ্ড মিলে যাবে।
শুধু সেদিনই আমাদের দেখা হবে।
শুধু সেদিনই আমাদের মিলন হবে।