প্রাক্তন

প্রাক্তন
প্রাক্তন

প্রেমের কবিতা – তাসফীর ইসলাম (ইমরান)

 

বসন্তের এক পড়ন্ত বিকেলে

ঘোর লাগা এক বাস্তব প্রতিক্ষণে

আজ থেকে বেশ কয়েক বছর পর যখন হবে-

আমাদের শেষবেলায় হঠাৎ দেখা।

ঠিক সেদিনও আমার মানিব্যাগটাতে থাকবে সেই গন্তব্যহীন চিঠি,

আমার  ভাঙ্গা ভাঙ্গা হাতে লেখা!

হঠাৎ আমায় দেখে তোমার দুই কালো চোখে

বৃষ্টি নেমে যাবে সেদিন।

আমাদের অতীত বর্তমান অস্তিত্বকে সাথে নিয়ে-

মুখোমুখি টানটান হয়ে দাঁড়াবো দুজন।

সব মুহূর্ত পড়ে থাকবে তখন চুপ

আঁটবে বুঝি একে অপরের ঠোঁটের তুড়ুপ,

কারণ আমি যে আজ শুধুই প্রাক্তন

কোনও ছাপ ফেলেনি তাতে আমাদের বর্তমান।

সেদিনও খুব নিবিড় ভাবে –

মনে মনে জড়িয়ে ধরে ছিলাম তোমাকে

তুমি ফেললে ঘন দীর্ঘ নিঃশ্বাস

এক উষ্ণতা এনে দিয়েছিলাম আমি।

বলেও বলতে পারিনি,

পকেটে হাত দিয়েও মানিব্যাগ থেকে বের করতে পারিনি সেই ভাঙ্গা হাতে লেখা গন্তব্যহীন উড়োচিঠি!

কারণ আমি যে আজ শুধুই প্রাক্তন।

আজ শুধুই নিস্তব্ধতাকে অনুভব করে বেঁচে আছি আমি।

তোমার বর্তমানেই নিজেকে খুঁজি আমি।

শেষকালে অতীত নিয়ে ভেবে কি আর হবে?

কাল যা চাই আজ যে তা পাই না

বয়সের উপান্তে দাঁড়িয়ে করি বৃধা সাধনা

মোহ কেটেছে তো আজ বহুকাল

তবুও সান্ত্বনা যে প্রাক্তন হয়েছি শেষকাল।

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
জীবনের গল্প - দহন

জীবনের গল্প – দহন

শামস মাহবুব নবজাতক শিশুর মতো চেচিয়ে চেচিয়ে কাঁদছে আকাশ। একটু পরপর বিদ্যুৎ চমকায়, বাজ পড়ে। মেঘের দৃষ্টি ছিঁড়ে চারদিকে বয়ে গেছে জলপ্রপাত। সারারাত মেঘ জমা ...
অসুখী তুই, আগুনখেকো

অসুখী তুই, আগুনখেকো

অনঞ্জন আগুনখেকো মানুষ দেখে যুঁই তাকে সুগন্ধে ভোলাতে চায় যুঁই-এর সুগন্ধে, নীরব বন্দনায় নেশা লাগে আগুনখেকোর নারকীয় রং দেখায়, ক্ষত দেখায়, চেটে নেয় স্বাদু ফোঁটা, ...
বিদ্রোহী বুলবুল

বিদ্রোহী বুলবুল

|বিপুল কুমার ঘোষ   তোমার উদয় ধূমকেতু যে কাব্যাকাশে ভাসে, রক্তলেখায় লেখা সে নাম বাংলার ইতিহাসে ।   অগ্নিবীণার ঝঙ্কার তুলে জাগালে দেশবাসী, শিকলভাঙার গানে ...
রক্তরস [প্রথম পর্ব]

রক্তরস [প্রথম পর্ব]

আশিক মাহমুদ রিয়াদ পরিচ্ছন্ন আকাশে থেকে এক ফালি চাঁদের আলো টিনের ফুটো দিয়ে পড়েছে ঘরের মেঝেতে। কয়েকটি ফুটো মিলেমিশে সেখানে সৃষ্টি হয়েছে অদ্ভুত এক জলছাপ। ...
কবিতা- বাংলা ভাষা

কবিতা- বাংলা ভাষা

সাইফুল ইসলাম মুহাম্মদ জন্ম নিয়ে দুঃখ নেই পেলাম বাংলা ভাষা বাংলা বীনে কথা বলে মিটে না যে আশা। আমার ভাইয়ের রক্ত সেদিন যায়নি তাই বৃথা তাইতো আজ নানান কাজে বলি বাংলায় ...
প্রিয় আমি আছি- সুমন্ত আশরাফ 

প্রিয় আমি আছি- সুমন্ত আশরাফ 

 সুমন্ত আশরাফ    প্রিয় আমি আছি। পশ্চিমাকাশের দিগন্ত রেখার মত। কিংবা রাতের আকাশে উজ্জল তারার মত। হয়ত হয়েছি ক্ষত। তোমার অভিমানের তিরে। তাই গিয়েছি সরে, ...
Scroll to Top