তীব্র প্রেমের কবিতা (১৮+)প্রথম পাতাপ্রেমের কবিতাভালবাসার কবিতাভালোবাসার কবিতাভালোবাসার ছন্দরোমান্টিক কবিতাসম্পাদকের লেখাসর্বশেষ

ফিসফিস

আশিক মাহমুদ রিয়াদ

রাতের নিস্তব্ধতায়, আমি তোমার উপস্থিতি অনুভব করি,
আমার ঘাড়ে তোমার নিঃশ্বাস,
আমার কানে মিষ্টি তোমার কথা ফিসফিস ।
তোমার সরল চোখ দুটি, কোমল ঠোটে নাচে-
দুটি দেহের বিধ্বংসী বিক্ষোভে!

শিমুল গাছের ফাঁকে জ্বলছে পুড়ে যাওয়া চাঁদ
গাছের মধ্য দিয়ে মৃদু হাওয়া এভাবেই কাটছে রাত,
পৃথিবী এখানে শান্ত এবং শান্তিপূর্ণ,
গাছ-পাতার কলরবে খেলে রুদ্ধতা
শিহরণে মেতে ওঠে দুটি আত্মা!




তোমার হাত আমার হাতে,
আমরা হাঁটছি, জীবনের পথ ধরে,
একসাথে, পাশাপাশি-
আনন্দ-বেদনা এবং কলহের ভেতর দিয়ে।

আমাদের ভালবাসা জীবন্ত গোলাপের মত,
উদীয়মান, ক্রমবর্ধমান, জীবন পূর্ণ,
আমাদের আবেগের প্রতীক,
একটি বন্ধন যা কোন বিবাদ জানে না।
মানে না কোন সীমা পরিসীমা!

আমার ঠোটের প্রতিটি স্পন্দন খেলা করে
তোমার বুকের পাহাড় ছুঁয়ে, তোমার গলায়, তোমার কানের আশেপাশে!
তোমার কপাল বেয়ে নামা চুম্বন গড়ায়
কোমল ঠোটের হরণস্পর্শে!

একটি ক্রমবর্ধমান ভালোবাসার পরিনতি!
তোমার বুক বেয়ে নামে তোমার নাভিশ্বাসে
তোমার শরীরের দোলুনিতে, দোলে শস্য ক্ষেত।
চাঁদনী রাতের ভয়াবহতায়!
দুটি শরীর হারায় নগ্নতার পাশবিকতায়!




তারা আমাদের উপরে জ্বলজ্বল করে,
চাঁদের দোলে দুটি প্রাণ ,
আমাদের ভালবাসার ছন্দে হারিয়ে যাই,
এই মুহুর্তে, আমরা অনাক্রম্য।

এরপর কেটে যায় কত নৃশংস প্রহর!
স্থিত হয় দুটো শরীর!
আমাদের আত্মা জড়িত বিনিসুতোয়,
বিশুদ্ধ এবং সত্য প্রেমে অবাক মুগ্ধতায়,
শেষ রাতের নিস্তব্ধতায়, আমি চিরকাল,
প্রতি রাত, তোমার সাথে থাকার প্রতিশ্রুতি-
এভাবেই কাটুক আমাদের আলিঙ্গনের দিনরাত্রি!

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]