কবিতাপ্রথম পাতাপ্রেমের কবিতাপ্রেমের ছন্দভালবাসার কবিতাভালোবাসা দিবসের গল্প-কবিতাসর্বশেষ

বসন্ত ফাল্গুনে

গাজী আরিফ মান্নান

ফাল্গুনে ফুল ফুটেছে রাঙা শিউলি পলাশ
চারিদিকে ছড়িয়ে পড়ে মিষ্টি সুবাস,
থোকায় ভরা আম মুকুলে ছেয়ে আছে
কোকিল ডাকে কুহু কহু শিমুল গাছে।

কচি কচি সবুজ পাতায় গাছ সেজেছে
সুরেরই  মূর্ছনায় তাই প্রেম জেগেছে,
মিষ্টি রোদ আর বাতাস বহে খুব সকালে
মনে বহু রঙ লেগেছে বসন্তেরই কালে।

প্রকৃতি রূপ ঢেলে দেয় যে রঙে-রঙিন ফুলে
প্রিয়তমা লাগিয়েছে মেহেদী তার চুলে,
বাঁশির সুরে মন হারিয়ে কবি হয় যে উদাসী
প্রেম-কবিতার স্রোত আসে রাশি রাশি।

গাছের ডালে বসছে দেখি শত পাখির মেলা
আনন্দে কাটে যে তাই প্রিয় বিকেল বেলা ,
নীল আকাশে ভেসে বেড়ায় স্বচ্ছ মেঘমালা
রঙিন বসন্তে আমার মনটা হয় উতলা।

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]