মুখোমুখি – নাইমুল ইসলাম ইভু
পাশাপাশি বসে থাকা…
অথচ ; কোন কথা নেই আমাদের
নিরবতা বিরাজ করছে দু’জনায়,
আগের মতো আঙুল ছোঁয়া হয় না-
কাঁধে মাথা রেখে আহ্লাদী সুরে বলা হয় না
তোমায় অনেক “ভালোবাসি”।
শক্ত করে হাতটি ধরে বলা হয় না
কোনদিন ছেড়ে যাবে না তো আমায় ?
যে আকাশে একদিন আনমনা তাকিয়ে
দু’জনে দু’মুঠো ভরে স্বপ্ন কুড়াতাম
সে আকাশটায় আজ মস্ত বড় বিষাদের
পাহাড় দেখার অভ্যেস করছি দু’জনে।
আজ আর ছেড়ে যাবার সংশয়
নেই কারো মাঝে…
অভিমানের জাল বুঁনায় ব্যাস্ত দু’জনই !
নতুন করে খুঁজছি দু’জনে দু’জনার আলাদা আলাদা পথ
একই আকাশের নিচে বেঁচে থাকা-
তবে মুখোমুখি না হওয়ার প্রার্থনা চলছে আজ।