কবিতাপ্রথম পাতাপ্রেমের কবিতাপ্রেমের ছন্দভালবাসার কবিতাভালোবাসা দিবসের গল্প-কবিতাভালোবাসার কবিতাসর্বশেষ

যমুনার জল

আদ্যনাথ ঘোষ

স্পর্শগুলো ভুলে গেলে শ্রীরাধিকা।
আগুনের গোলা বুকে নিয়ে
ফুলেরা মিছিল করে।

সিদ্ধপুরুষও মতিভ্রম হয়।
শতদলপদ্ম জলে ফোটে
রাঙা জলে জ¦লে ওঠে
ফুটন্ত বসন্ত।
আগুনকে,
দাউদাউ পোড়ায়।
চারদিক আগুন পোড়ে,
পাড় ভাঙে।

জলে জলে জল হয়
পিপাসা মেটায়।

শ্রীরাধিকা,
তোমার আমার অনুভব যমুনার জল।

শালগাড়ীয়া (গোডাউনপাড়া), পাবনা, বাংলাদেশ। 

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]