প্ল্যানেট নাইন

প্ল্যানেট নাইন

তোফাজ্জল হুসাইন

 

তোমার প্রেমে পড়ার পর আর কোন কিছুই আগের মত নেই আমার

 

যখনই তোমাকে দেখি, আমার ভেতর হাইড্রোজেন জ্বলতে থাকে, উৎপন্ন হয় হিলিয়াম।

যেরকম হিলিয়ামের আলোয় টিপটিপ জ্বলতে থাকে সিকোয়েন্স তারকা গুলো!

 

বলি কী! তোমার প্রেমে পড়ার পর কিন্তু আমার কোন কিছুই আগের মত নেই।

 

যেই আমি অন্ধকারের ভয়ে অমাবস্যার রাতে ঘর থেকে বের হতাম না,

আজ তোমাকে খুঁজতে চলে এসেছি প্ল্যানেট নাইনে!

 

দেখলে কাণ্ড? তোমার প্রেমে পড়ার পর আমি আর একটুও আগের মত নেই।

 

দেখই না, কিই না একটু লিখবো ভাবছি!

তার মধ্যে কত বিজ্ঞান ফিজ্ঞান চলে আসছে।

 

কোন প্রেমিক কি তার প্রেমিকার তারিফ করতে

তারকায় আলো আবিষ্কারের থিওরি বলে?

 

আসলে তোমার প্রেমে পড়ার পর আমি আর আমর মধ্যে নেই।

 

আমি জানি না কিভাবে কৃষ্ণচূড়া গুঁজে

দিতে হয় প্রেমিকার চুলে,

আমি জানি না, কাশফুল বাগানে প্রেমিকার

হাত ধরে হাটতে।

 

শুধু জানি, তোমাকে একবার দেখতে না পেলে খুঁজে ফেরি গ্রহ নক্ষত্রের ভীড়ে।

হারাবে কোথায় বলো!

সিকোয়েন্স তারকা বা প্ল্যানেট নাইনও তোমার চুলের ঘ্রাণ চেনে।

 

তোমার প্রেমে পড়ার পর

আমি ভুলে গেছি এই আমাকে।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
ছোটগল্প- বিশ্বাস

ছোটগল্প- বিশ্বাস

আসিফ আফনান পিয়াল “আব্বা মোগো গরু কেনবা না এবার?” ছেলে রাকিবের প্রশ্নে নিরব তরিকুল! কেননা এই প্রশ্নের উত্তর যে জানা নেই কেয়ারটেকার তরিকুলের। কিনবেই বা ...
ভোলা-বরিশাল সেতুর কাজ শুরু কবে?

ভোলা-বরিশাল সেতুর কাজ শুরু কবে?

বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি। যেখানে মেঘনা আর তেতুলিয়ার ঢেউয়ে গর্জে নতুন দিনের জয়গান, বঙ্গোপসাগরের তীর ...
মায়া

মায়া

I সাদিয়া ইসলাম   দুরন্তপনা মেয়েটি- ফিরছিলো বাড়ির মেঠো পথ ধরে! আকাশ ছিলো তরুণ সন্ন্যাসীর মতন অটল। সে কখনো চিন্তা করে নি সেদিনটাই ছিলো তার ...
শেষ ঠিকানা

শেষ ঠিকানা

ফাল্গুনী খান ডিভোর্স এর ৩ বছর পর আবার নীল এর সাথে অনুর দেখা।অনু ভেবেছিল ওকে দেখার পর তার তেমন কোন অনুভূতি কাজ করবে না। কিন্তু ...
শীতের ছোঁয়া

শীতের ছোঁয়া

সোমা মুৎসুদ্দী  শীতের ছোঁয়া লাগলো শহর জুড়ে, লাগলো গ্রামের বুকে। নতুন চালের পিঠা খাওয়ার, ধুম পড়েছে সুখে। নীল চাদরে জড়িয়ে নিতে, পৌষালী শীত এলো। শীতের ছোঁয়া মনের মাঝে, ...
একাকি এবং অতঃপর

একাকি এবং অতঃপর

পার্থসারথি ফজরের আজান কানে ভেসে আসতেই হাজী আহম্মদ মিয়া রোজকার মতো বিছানা ছাড়েন। তিনি পারতঃপক্ষে নামাজ কখনও বাদ দেন না। ঘুম থেকে উঠেই বদনার পানি ...