তোমার প্রেমে পড়ার পর আর কোন কিছুই আগের মত নেই আমার
যখনই তোমাকে দেখি, আমার ভেতর হাইড্রোজেন জ্বলতে থাকে, উৎপন্ন হয় হিলিয়াম।
যেরকম হিলিয়ামের আলোয় টিপটিপ জ্বলতে থাকে সিকোয়েন্স তারকা গুলো!
বলি কী! তোমার প্রেমে পড়ার পর কিন্তু আমার কোন কিছুই আগের মত নেই।
যেই আমি অন্ধকারের ভয়ে অমাবস্যার রাতে ঘর থেকে বের হতাম না,
আজ তোমাকে খুঁজতে চলে এসেছি প্ল্যানেট নাইনে!
দেখলে কাণ্ড? তোমার প্রেমে পড়ার পর আমি আর একটুও আগের মত নেই।
দেখই না, কিই না একটু লিখবো ভাবছি!
তার মধ্যে কত বিজ্ঞান ফিজ্ঞান চলে আসছে।
কোন প্রেমিক কি তার প্রেমিকার তারিফ করতে
তারকায় আলো আবিষ্কারের থিওরি বলে?
আসলে তোমার প্রেমে পড়ার পর আমি আর আমর মধ্যে নেই।
আমি জানি না কিভাবে কৃষ্ণচূড়া গুঁজে
দিতে হয় প্রেমিকার চুলে,
আমি জানি না, কাশফুল বাগানে প্রেমিকার
হাত ধরে হাটতে।
শুধু জানি, তোমাকে একবার দেখতে না পেলে খুঁজে ফেরি গ্রহ নক্ষত্রের ভীড়ে।
হারাবে কোথায় বলো!
সিকোয়েন্স তারকা বা প্ল্যানেট নাইনও তোমার চুলের ঘ্রাণ চেনে।
তোমার প্রেমে পড়ার পর
আমি ভুলে গেছি এই আমাকে।