ছোট্ট খুকি পড়বে ছড়া
সকাল সন্ধ্যা বেলা
ছোট্ট খুকির নাঁচতে নাঁচতে
কাটিয়ে দেয় বেলা।
ভাবছে বসে নিবির ক্ষণে
আঁকবে খুকি ছবি
ছবি দেখে পূর্ব আকাশে
উঠবে জেগে রবি।
খুকি কোমল নরম হাতে
লিখবে স্বরবর্ণ
পড়তে পড়তে শিখবে খুকি
বাংলা ব্যঞ্জনবর্ণ।
খুকির লেখা দেখে ফুপি
হয়েছে মহা খুশি
বাবার চেয়ে দাদা নাকি
আদর করে বেশি।
মহেশপুর, ঝিনাইদহ