ফিসফিস

ফিসফিস

আশিক মাহমুদ রিয়াদ

রাতের নিস্তব্ধতায়, আমি তোমার উপস্থিতি অনুভব করি,
আমার ঘাড়ে তোমার নিঃশ্বাস,
আমার কানে মিষ্টি তোমার কথা ফিসফিস ।
তোমার সরল চোখ দুটি, কোমল ঠোটে নাচে-
দুটি দেহের বিধ্বংসী বিক্ষোভে!

শিমুল গাছের ফাঁকে জ্বলছে পুড়ে যাওয়া চাঁদ
গাছের মধ্য দিয়ে মৃদু হাওয়া এভাবেই কাটছে রাত,
পৃথিবী এখানে শান্ত এবং শান্তিপূর্ণ,
গাছ-পাতার কলরবে খেলে রুদ্ধতা
শিহরণে মেতে ওঠে দুটি আত্মা!




তোমার হাত আমার হাতে,
আমরা হাঁটছি, জীবনের পথ ধরে,
একসাথে, পাশাপাশি-
আনন্দ-বেদনা এবং কলহের ভেতর দিয়ে।

আমাদের ভালবাসা জীবন্ত গোলাপের মত,
উদীয়মান, ক্রমবর্ধমান, জীবন পূর্ণ,
আমাদের আবেগের প্রতীক,
একটি বন্ধন যা কোন বিবাদ জানে না।
মানে না কোন সীমা পরিসীমা!

আমার ঠোটের প্রতিটি স্পন্দন খেলা করে
তোমার বুকের পাহাড় ছুঁয়ে, তোমার গলায়, তোমার কানের আশেপাশে!
তোমার কপাল বেয়ে নামা চুম্বন গড়ায়
কোমল ঠোটের হরণস্পর্শে!

একটি ক্রমবর্ধমান ভালোবাসার পরিনতি!
তোমার বুক বেয়ে নামে তোমার নাভিশ্বাসে
তোমার শরীরের দোলুনিতে, দোলে শস্য ক্ষেত।
চাঁদনী রাতের ভয়াবহতায়!
দুটি শরীর হারায় নগ্নতার পাশবিকতায়!




তারা আমাদের উপরে জ্বলজ্বল করে,
চাঁদের দোলে দুটি প্রাণ ,
আমাদের ভালবাসার ছন্দে হারিয়ে যাই,
এই মুহুর্তে, আমরা অনাক্রম্য।

এরপর কেটে যায় কত নৃশংস প্রহর!
স্থিত হয় দুটো শরীর!
আমাদের আত্মা জড়িত বিনিসুতোয়,
বিশুদ্ধ এবং সত্য প্রেমে অবাক মুগ্ধতায়,
শেষ রাতের নিস্তব্ধতায়, আমি চিরকাল,
প্রতি রাত, তোমার সাথে থাকার প্রতিশ্রুতি-
এভাবেই কাটুক আমাদের আলিঙ্গনের দিনরাত্রি!

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার (Rajkumar Song Lyrics)

তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার (Rajkumar Song Lyrics)

Song Credits: Song Name: RAJKUMAR (রাজকুমার) Vocals: Balam & Konal Lyric: Asif Iqbal Composer: Akassh Sen Programming: Bob SN Guitar, Mandolin, & Banjo: Babni Guitar: ...
 পথ শিশু । কবিতা । সাপ্তাহিক স্রোত

 পথ শিশু । কবিতা । সাপ্তাহিক স্রোত

I মাহমুদ নাঈম আনমনা হয়ে ঘুরে পথ শিশু বারে বারে চাহিয়া দেখি পথ পিছু। পরিচয় কি তাহার শুধুই পথ শিশু পথ ছাড়া তাহার নেইতো কিছু। ...
কবিতা- নদী-ফকির

কবিতা- নদী-ফকির

 অনিরুদ্ধ সুব্রত    এতো যে সর্দি কাসির দোষ, তবু শেষ অবধি জলের ধারার পাশে এসে একচিলতে ঘর বেঁধে থিতু হলাম, কোনও রোগা নদীটিকে ভালবেসে দেখলাম ...
সুড়ঙ্গ : দেব-জিতের সাথে সিনেমা হলে লড়বেন আফরান নিশো? Suranga In India

সুড়ঙ্গ : দেব-জিতের সাথে সিনেমা হলে লড়বেন আফরান নিশো? Suranga In India

প্রোডাকশন হাউজ SVF এর নাম শোনেনি বাংলাভাষী এরকম দর্শক বোধহয় বেশ কমই আছে। দেব, জিৎ, কোয়েল থেকে শুরু করে প্রায় অভিনেতা-অভিনেত্রীদেরই বিগ এন্ড সাকসেসফুল ফিল্মগুলো ...
ইচ্ছেগুলো

ইচ্ছেগুলো

আদ্যনাথ ঘোষ ফাগুনকে ডেকেছি বলেই আশি^ন প্রান্তরে এসে উঁকি মারে নিজের দাওয়ায় খেলা আর ভেলার আশায়। আমার উঠোন তলায় জুঁই ফুটেছিল ঠিক, মনে কি পড়ে? ...
যুদ্ধ শুরু, জাতিসংঘের হুমকি, সিদ্ধান্তে অনড় রাশিয়া

যুদ্ধ শুরু, জাতিসংঘের হুমকি, সিদ্ধান্তে অনড় রাশিয়া

ড. গৌতম সরকার রাশিয়া-ইউক্রেন যুদ্ধের খবরটায় ‘গ্লোবাল ইকোনমি’ শব্দবন্ধটি আরোও একবার হাস্যকর এবং স্ববিরোধী হয়ে উঠল। আসলে কথাটির মধ্যে ‘ইকোনমি’ শব্দটা মিশে থাকলেও সাধারণ মানুষের ...