ফিসফিস

ফিসফিস

আশিক মাহমুদ রিয়াদ

রাতের নিস্তব্ধতায়, আমি তোমার উপস্থিতি অনুভব করি,
আমার ঘাড়ে তোমার নিঃশ্বাস,
আমার কানে মিষ্টি তোমার কথা ফিসফিস ।
তোমার সরল চোখ দুটি, কোমল ঠোটে নাচে-
দুটি দেহের বিধ্বংসী বিক্ষোভে!

শিমুল গাছের ফাঁকে জ্বলছে পুড়ে যাওয়া চাঁদ
গাছের মধ্য দিয়ে মৃদু হাওয়া এভাবেই কাটছে রাত,
পৃথিবী এখানে শান্ত এবং শান্তিপূর্ণ,
গাছ-পাতার কলরবে খেলে রুদ্ধতা
শিহরণে মেতে ওঠে দুটি আত্মা!




তোমার হাত আমার হাতে,
আমরা হাঁটছি, জীবনের পথ ধরে,
একসাথে, পাশাপাশি-
আনন্দ-বেদনা এবং কলহের ভেতর দিয়ে।

আমাদের ভালবাসা জীবন্ত গোলাপের মত,
উদীয়মান, ক্রমবর্ধমান, জীবন পূর্ণ,
আমাদের আবেগের প্রতীক,
একটি বন্ধন যা কোন বিবাদ জানে না।
মানে না কোন সীমা পরিসীমা!

আমার ঠোটের প্রতিটি স্পন্দন খেলা করে
তোমার বুকের পাহাড় ছুঁয়ে, তোমার গলায়, তোমার কানের আশেপাশে!
তোমার কপাল বেয়ে নামা চুম্বন গড়ায়
কোমল ঠোটের হরণস্পর্শে!

একটি ক্রমবর্ধমান ভালোবাসার পরিনতি!
তোমার বুক বেয়ে নামে তোমার নাভিশ্বাসে
তোমার শরীরের দোলুনিতে, দোলে শস্য ক্ষেত।
চাঁদনী রাতের ভয়াবহতায়!
দুটি শরীর হারায় নগ্নতার পাশবিকতায়!




তারা আমাদের উপরে জ্বলজ্বল করে,
চাঁদের দোলে দুটি প্রাণ ,
আমাদের ভালবাসার ছন্দে হারিয়ে যাই,
এই মুহুর্তে, আমরা অনাক্রম্য।

এরপর কেটে যায় কত নৃশংস প্রহর!
স্থিত হয় দুটো শরীর!
আমাদের আত্মা জড়িত বিনিসুতোয়,
বিশুদ্ধ এবং সত্য প্রেমে অবাক মুগ্ধতায়,
শেষ রাতের নিস্তব্ধতায়, আমি চিরকাল,
প্রতি রাত, তোমার সাথে থাকার প্রতিশ্রুতি-
এভাবেই কাটুক আমাদের আলিঙ্গনের দিনরাত্রি!

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
বাংলা রোমান্টিক প্রেমের গল্প - অপরাজিতা তুমি (অডিও)

বাংলা রোমান্টিক প্রেমের গল্প – অপরাজিতা তুমি (অডিও)

ছাইলিপির গল্পপাঠ সেগমেন্টে আমাদের আয়োজন….অপরাজিতা তুমি। গল্পটি লিখেছেন…আশিক মাহমুদ রিয়াদ।
ছোটগল্প - প্রাপ্তির হাসি

ছোটগল্প – প্রাপ্তির হাসি

তাসফির ইসলাম ইমরান  বৃদ্ধাশ্রমের আরো একটি ঘর বুকিং হয়েছে আজ। সেই সাথে ফাঁকা হয়েছে একটা বাড়ির অপ্রয়োজনীয় উচ্ছিষ্টের মতো কোনো একজন প্রবীণ। এক সময় পুরো ...
বৃষ্টি - তখন এবং এখন

বৃষ্টি – তখন এবং এখন

।গোলাম কবির  একটা সময় ছিলো, যখন বৃষ্টি হলেই জানালায় দাঁড়িয়ে বৃষ্টির বিন্দু গুলোকে ছুঁয়ে দেখতাম যেনো প্রেমিকার মসৃণ পেলব গাল! একটা সময় ছিলো, যখন বৃষ্টি ...
একটা স্টিল ফোটোগ্রাফ 

একটা স্টিল ফোটোগ্রাফ 

অমিত মজুমদার  দু’হাত ভরে আষাঢ় শ্রাবণ ঢালার পর বুঝতে পারি তুমিই তো সেই কেশবতী একটু আধটু গল্প হলে কিংবা চ্যাট মানতে হবেই তুঙ্গে আমার বেস্পতি। এরপরই ...
রহস্যঘেরা শিমুলতলা: পর্ব-১

রহস্যঘেরা শিমুলতলা: পর্ব-১

ড. গৌতম সরকার “তার মানে! রাতারাতি এতগুলো মেয়ে হারিয়ে গেল?” “রাতারাতি ঠিক নয়, দীর্ঘদিন ধরেই চলছিল। আর কারণ তো একটা নয়। গবেষকরা গবেষণা করে একের ...
মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ -দীর্ঘ পথের স্মৃতি কথা  [পর্ব- ২ ]

মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ -দীর্ঘ পথের স্মৃতি কথা [পর্ব- ২ ]

মিরাজুল হক  দু সপ্তাহের  একটা ক্লাশ রুম ট্রেনিং দিয়ে আমার পেশাদারী জীবনের চলা শুরু । মিস্টার রজত মৈত্র তখন  কন্-টেস্ট ( KonTest )-এর ট্রেনিং ম্যানেজার ...