আসে না কেন যে ফিরে মধু শৈশব
ভোলা তো যায় না মোটে তার বৈভব।
কত ছবি ভেসে ওঠে চোখের তারায়
নিমেষে হারায়
সময় কেড়েছে সব রয়েছি নীরব।
কাকের বাসায় খুঁজি কোকিলের ডিম
ঘুড়িটা ওড়াতে আমি খাই হিমশিম।
ঢিল মেরে আমা পাড়া অলস দুপুর
পিছনে কুকুর
কামড় খাবার ভয়, আতঙ্কে হিম।
খুঁজে ফিরি গাছে গাছে বোলতার চাক
ছিপ নিয়ে বেরোলেই মা’র হাঁকডাক।
বাবুই পাখির বাসা কী চমৎকার
বুননে বাহার
জোনাক-পিদিম জ্বালে, পাখিটা চালাক।
পকেটে লাট্টু-লেথি, কিছু মারবেল
ডাংগুলি খেলা চাই, চুরি আম-তেল।
পড়ায় বসে না মন, বড় চঞ্চল
আঁখি ছলছল
মায়ের বকুনি বাঁধা, ইতিহাসে ফেল।
কয়েতবেলের চাঁট, আর আমরুল
একা তো খাই না আমি পেড়ে জামরুল।
ঘুড়ি ও লাটাই নিয়ে দে ছুট, দে ছুট
আনন্দ লুট
অস্থির শিশুমন করে চুলবুল।