প্রিয় ফ্রগমাউথ ,
সুপ্রিয় প্রিয় পাখি আমার্
আজকাল তোমাকে আর খুঁজে পাই না মাত্র ।
সবুজ বৃক্ষের সতেজ পাতার রক্তাক্ত ক্ষতে ।
কী সহজে, নিমিষেই হারিয়ে গেলে থরথরে,
তুমি তো অমন ছিলে না! অমন হবার কথাও না।
পলকেই গিরগিটির মতো রূপ পাল্টে হারালে,
কোথায়? শুকনো পাতার মতন ওগো ফ্রগমাউথ ।
মর্মর ধ্বনি বাজিয়ে সুর বেসুরো হলো মিটক তারায়!
হামেশায় মন প্রকোপিত ঠাণ্ডা আর্কটিক মরুময়তায়!
সর্বদাই বন্ধ হলে নয়ন ফেটে চৌচির পৃথিবীর বুকে ,
ভেসে যায় সব নদীর জল স্রোতে মেলে ঘাসের সাথে ,
আরো ভেসে যায় উড়ে যায় তো ভোরের প্রথম আলো ।
ভোরের ডিউ জানে সে খরতাপের ফল তুমি কি জানো?
তাই তো ভালোবাসাও হারায় তার আসল ঠিকানার পথে
এ নিঠুর দরদী সময় চলে যায় যে ঐ আসল ঠিকানা ধরে!