প্রথম পাতাবইমেলার বইসর্বশেষ

তুষারকান্তি মণ্ডলের প্রথম উপন্যাস “পরিযায়ী”

•• প্রকাশকাল:  কলকাতা আন্তর্জাতিক বইমেলা, ২০২৩
•• প্রকাশক: পৌষালী প্রকাশনী
•• উপন্যাস: পরিযায়ী
•• লেখক : তুষারকান্তি মণ্ডল
•• যোগাযোগ : পৌষালী প্রকাশনী
 8910934151
লেখকের কথাঃ
কলকাতা অন্তর্জাতিক বইমেলায় কোন স্টলে আমার বই থাকবে স্বপ্নেও ভাবিনি। যেমন ভাবিনি লেখক না হয়েও আস্ত একটা উপন্যাস লিখে ফেলবো। নিজের পড়াশোনা আর গবেষণার কাজ করতে করতে বাস্তবের সমাজ-জীবনের বহু ঘটনা, ঘাত-প্রতিঘাত, সাংঘাত, জীবনের সমস্যা খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছিলাম। সেই সব অভিজ্ঞতা একত্রিত করে লিখে ফেলতেই একটা বড়সড় উপন্যাস হয়ে গেল।
২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে ঘটে চলা রাজ্য ও দেশের কিছু আর্থ-সামাজিক ও রাজনৈতিক সিদ্ধান্ত ও ঘটনার সাপেক্ষে গ্রাম্য জীবনের উপর সেগুলোর প্রভাব, গ্রামীণ মানুষের জীবন-জীবিকা, তাদের জীবনসংগ্রাম তুলে ধরার চেষ্টা করেছি। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র এক গ্রাম্য কিশোর আবীর। আবীর এবং তার মতো গ্রামীণ কিশোর ও যুবকদের জীবন সংগ্রামের কাহিনী নিয়েই এই উপন্যাস। তাদের পরিবার, সমাজ, বন্ধুবান্ধব, কর্মজীবন, প্রেম, ভালোবাসা, আর সবার উপরে গ্রামীণ সমাজ-জীবনের নিগূঢ় অভিজ্ঞতা নিয়েই আমার এই প্রয়াস।
মোট ৪১৪ পাতার সম্পূর্ণ উপন্যাসটাই ২০১৮-১৯ সালে ফেসবুকে ধারাবাহিকভাবে প্রকাশ করেছিলাম। পাঠকদের কাছ থেকে বেশ ভালো প্রতিক্রিয়া মিলেছিল। সেই অনুপ্রেরণা সম্বল করে কিছু সংশোধন ও পরিমার্জনের মাধ্যমে পৌষালী প্রকাশনী থেকে আজই প্রকাশিত হতে চলেছে “পরিযায়ী”। বইপ্রেমী পাঠকদের অকুণ্ঠ ভালোবাসা পাবার আর পাঠ-প্রতিক্রিয়া জানার অপেক্ষায় থাকলাম।
মনে রাখবেন, কলকাতা আন্তর্জাতিক বইমেলার
স্টল নং ১৯২, ৪ নং গেটের কাছে পৌষালী প্রকাশনীর স্টল, উপন্যাস “পরিযায়ী”।
এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]