বঙ্গবন্ধু তুমি

বঙ্গবন্ধু তুমি

শেখ সা’দী

তুমি বাঙ্গালির বন্ধু, বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান,
ভুলিনি আজও, ভুলবো-না কভু
তোমার রেখে যাওয়া অবদান,
বাঙ্গালির আকাশে উজ্জ্বল নক্ষত্র
তুমি বাংলা মায়ের সন্তান।

তুমি আজও জাগ্রত বাঙ্গালির-দিলে
কতো শহিদ মুক্তিযোদ্ধা মিলে,
স্বাধীনতা এনে দিয়েছিলে
রেখেছিলে মায়ের সম্মান।
তুমি বাঙ্গালির প্রাণ, বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান,
ভুলিনি আজও, ভুলবো-না কভু
তোমার রেখে যাওয়া অবদান।

তুমি ছিলে স্বাধীনতার দূত
বাঙালী জাতির মুক্তির নেতা,
পরাধীনতার শিকল ছিড়ে
এনে দিয়েছিলে বাঙ্গালিরে স্বাধীনতা।
তুমি বাঙ্গালির গর্ব, শ্রেষ্ঠ বাঙ্গালী
শেখ মুজিবুর রহমান,
ভুলিনি আজও, ভুলবো-না কভু
তোমার রেখে যাওয়া অবদান।

আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে
লিখে যাই আমার এই গান,
ভুলিনি আজও, ভুলবো-না কভু
তোমার রেখে যাওয়া অবদান।
আমি কবি শেখ সা’দী
তোমায় শ্রদ্ধা করি, করি সম্মান,
তুমি বাঙ্গালির বন্ধু, বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
অদৃষ্টের পরিহাস- শাহিনুর রহমান

অদৃষ্টের পরিহাস- শাহিনুর রহমান

শাহিনুর রহমান   মন্ডল পাড়ার মসজিদ হতে আযানের ধ্বনি কানে আসে নজরুল মুন্সীর। তিনি তখন কলতলায় নিম ডালের মেসওয়াক দিয়ে লালচে দাঁতের উপর সজোরে ঘোরাচ্ছেন। ...
 প্রতীক্ষিত- জান্নাতুল ফেরদৌস 

 প্রতীক্ষিত- জান্নাতুল ফেরদৌস 

জান্নাতুল ফেরদৌস  সব কিছু ঠিক হবে এ আমার বিশ্বাস। আর ঠিক হয়ে গেলেই,আমি পাহাড়ে ছুটে যাবো। সুউচ্চ পাহাড়ে দাঁড়িয়ে প্রকৃতির অপার সৌন্দর্য প্রান ভরে নিজের ভেতরে ...
সিনেমা পর্যালোচনা- কাঠবিড়ালী

সিনেমা পর্যালোচনা- কাঠবিড়ালী

সিনেমার নাম- কাঠবিড়ালি পরিচালক- নিয়ামুল মুক্তা শ্রেষ্ঠাংশে–অর্চিতা স্পর্শিয়া,আসাদুজ্জামান আবীর ,সাইদ জামান শাওন  ,শিল্পী সরকার অপু , একে আজাদ সেতু ,শাহরিয়ার ফেরদৌস সজীব,হিন্দোল রায়,তানজিনা রহমান তাসনিম ...
জানালার ওপাশে- মুহাম্মদ শামীম

জানালার ওপাশে- মুহাম্মদ শামীম

  মুহাম্মদ শামীম    সবকিছু কেন জানালার ওপাশে থাকে কিছুটা অন্তত এদিক ওদিক থাক; প্রেম ভালোবাসা না হয় বাদ দিলাম ফুল, চাঁদ, বাহারি আসমান, মেঘের ...
ভেসে যায় ভিতর-বাহির

ভেসে যায় ভিতর-বাহির

অনঞ্জন সে ঠিক করল বৃষ্টি দেখবে, ভিজবেনা কিছুতেই, বৃষ্টি এল, অরণ্যের মতো, দুকুল ছাপিয়ে- আজই ধুয়ে নিয়ে যাবে সমস্ত পুরনো বিশ্বাস, আকাশে তখন অনন্তের সব ...
কিংকর আহ্সানের নতুন বই- "মকবরা"

কিংকর আহ্সানের নতুন বই- “মকবরা”

(ছাইলিপি ডেস্ক)   বই পিপাসুদের অনেক দিন থেকেই নতুন প্রকাশ হওয়া বইয়ের পাতার ঘ্রাণ নেওয়া হয় না। বই প্রেমীদের শরীরের সব বিষই যেন মিইয়ে নেয় ...