তুমি বাঙ্গালির বন্ধু, বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান,
ভুলিনি আজও, ভুলবো-না কভু
তোমার রেখে যাওয়া অবদান,
বাঙ্গালির আকাশে উজ্জ্বল নক্ষত্র
তুমি বাংলা মায়ের সন্তান।
তুমি আজও জাগ্রত বাঙ্গালির-দিলে
কতো শহিদ মুক্তিযোদ্ধা মিলে,
স্বাধীনতা এনে দিয়েছিলে
রেখেছিলে মায়ের সম্মান।
তুমি বাঙ্গালির প্রাণ, বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান,
ভুলিনি আজও, ভুলবো-না কভু
তোমার রেখে যাওয়া অবদান।
তুমি ছিলে স্বাধীনতার দূত
বাঙালী জাতির মুক্তির নেতা,
পরাধীনতার শিকল ছিড়ে
এনে দিয়েছিলে বাঙ্গালিরে স্বাধীনতা।
তুমি বাঙ্গালির গর্ব, শ্রেষ্ঠ বাঙ্গালী
শেখ মুজিবুর রহমান,
ভুলিনি আজও, ভুলবো-না কভু
তোমার রেখে যাওয়া অবদান।
আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে
লিখে যাই আমার এই গান,
ভুলিনি আজও, ভুলবো-না কভু
তোমার রেখে যাওয়া অবদান।
আমি কবি শেখ সা’দী
তোমায় শ্রদ্ধা করি, করি সম্মান,
তুমি বাঙ্গালির বন্ধু, বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান।