বঙ্গবন্ধু নামের চিরন্তন কবিতা

বঙ্গবন্ধু নামের চিরন্তন কবিতা

আশিক মাহমুদ রিয়াদ

আষাড়ে সকালে, হারায়ে সকলে
দৃষ্টি বিচলিত হয়েছে, বিক্ষিপ্ত হয়েছে রক্তের শ্রোত!
সেদিন কদমডালে বসে কেঁদেছে একটি কুহকপাখি
আকাশ বানীতে, শকুনের মায়াজারি!
ওদের পাশবিকতায় সেদিন কাঁকটাও কিছু খায়নি
কমলাপুরের টোকাইও সেদিন পথে বেরোয়নি।





নদীর স্রোত বয়ে গেছে খড়স্রোতে, নিশ্চুপে!
কিসের যেন, কোথার সে তো!
এক ক্রোধ এসে ডালপালা মেলেছে
মাতৃক্রোড়ে! পশুদের পাশবিকতায়!

বাতাসে ভাসে, আকাশে ওড়ে আষাড়ে মেঘ!
বৃষ্টিও সেদিন কুঁকড়ে কাঁদে!
৩২-এর বাড়িতে লেখা হয়েছে কালস্রোত
একদল হায়েনারা মেতেছে রক্তস্রোতের
নির্লিপ্ত, পাশবিকতার চরম উদ্ধ্রান্তে!

পদ্মা বয়ে গেছে নিশ্চুপে, যমুনাও তাই।
কীর্তনখোলার সলিল স্রোতে!
সুগন্ধা, বিষখালী কাঁদে
আষাড়ে কান্নায়।




হায়নার দল!
ভেবেছিলে মুজিব হারালেই হারাবে দেশ?
দুর্বিপাকের ঘুর্ণিপাকে, ঘুচে যাবে সব রেশ
সেঁ আঁধারে মায়া বাড়িয়ে,
দরাজ গলায় তর্জনী নাঁচিয়ে!
স্বাধীন করলো এ দেশ!




পাপের তাপে পুড়েছে রাইফেল, বেয়োনেট!
তাও তোদের কাঁপেনি হাত, নির্লিপ্ততার রাক্ষস
ভক্ষণে তোদের এত সুখ আসে স্ক্রাউন্ডেল!
পিতার দুয়ারে আজ রক্ত গড়ায়!
চিৎকারে কাঁদে গোটা স্বদেশ

কাঁদে স্বাধীন বাংলাদেশ,
কাঁদে বাঙালী কাঁদে।
শোক বিহ্বল সারাদিন
ঝড়ে বর্ষার ক্রদণ!

ফুলে-সবুজে রাঙে এ সমাধী
মায়া বাড়িয়ে আঁধার পেড়িয়ে,
হাল ধরেছে কণ্যাশ্রী!
ততদিনে তোদের অন্তরে বিষ ঝড়ে
স্বদেশ জুড়ে পিতার ছবিটা!
আর নবীনের কন্ঠে – গণজোয়ারে ভাসে
বঙ্গবন্ধু শেখ মুজিব নামের সেই চিরন্তন কবিতা।

 

[কবিতাটি ১৫-ই আগস্ট জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে লেখা হয়েছে। জাতীয় শোক দিবস! অত্যান্ত ভারাক্রান্ত দিন। এ দিন জাতি হারিয়েছিলো তার পিতাকে। পিশাচদের নির্মমতায়, কেঁদে উঠেছিলো গোটা বাংলাদেশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলী। কবিতাটি যারা পড়েছেন, তারা কমেন্টে জানাবেন কবিতাটি কেমন লেগেছে আপনাদের কাছে। যদি ভালো লেগে থাকে তাহলে,  এ ধরণের আরও কবিতা লেখার অনুপ্রেরণা পাবো,]

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
২০২২ সাল

২০২২ সাল

অশোক কুমার পাইক এসো, এসো হে অনিন্দ সুন্দর বরষ, প্রফুল্ল চেতনায়  জাগ্রত হোক হরষ; জীর্ণ জীবন আলোকিত করো তুমি সুমধুর আলিঙ্গনে ফুল্ল আননে চুমি l ...
মানুষে জমিদারে কবিতে মিলিয়ে শিলাইদহে রবীন্দ্রনাথ

মানুষে জমিদারে কবিতে মিলিয়ে শিলাইদহে রবীন্দ্রনাথ

মিরাজুল হক  মানুষ বিশিষ্ট ভূখণ্ডের সন্তান । মানুষের কল্পনা এবং ভাবনার বিন্যাস জল-নির্ভর , হাওয়া-নির্ভর এবং প্রাকৃতিক সম্পধ নির্ভর । কবি মহাকবিরা প্রকৃতির এই সংশ্লেষের ...
দুটি শিরোনামহীন কবিতা

দুটি শিরোনামহীন কবিতা

। গোলাম কবির   এক. জীবন নৌকার পাটাতন ডুবিয়ে একদিন চলে যাবো সব ছেড়ে, পড়ে রইবে আমার কিছু পুরনো কবিতার ছেঁড়া খাতা,কিছু শুকনো গোলাপের পাপড়ি, আমার ...
মাহে রমজান

মাহে রমজান

মোঃ সৈয়দুল ইসলাম একটি বছর ঘুরে এলো মাহে রমজান, সেহরি খাবো ইফতার করবো থাকবে তাজা প্রাণ। পড়বো কোরআন পড়বো নামাজ গাইবো প্রভুর গান, পবিত্র এই ...
শান্তিময় লড়াই

শান্তিময় লড়াই

অগ্নি কল্লোল ঘুমন্ত শিশ্নের ঠোঁটে চুম্বনের ঋতুস্রাব যেন; জীবন্ত শূকরের গলায় ছুরিকার নোঙর, নদীতীরে শূকরের আইনসম্মত ছটফটানি শিকারির কর্ণিকায় উল্লাসের নিস্তব্ধতা। ঢেউতোলা স্তনের খাঁজে ডিঙি ...
কবিতা- মানব সমাজ

কবিতা- মানব সমাজ

উম্মে হাবিবা সমাজ!সেতো বন্দী দেখো প্রভাবশালীর হাতে, অত্যাচারী করলো চুরি,মানবতা তাই কাঁদে। অযোগ্যকে আসন দিয়ে পুতুল খেলার মতো, জয়ের মুকুট পড়ে আবার উল্লাসেতে মাতো। সত্যি ...