বঞ্চিত চিত্রকরদের নতুন ছবি- মহীতোষ গায়েন

বঞ্চিত চিত্রকরদের নতুন ছবি- মহীতোষ গায়েন
রংতুলি সব হারিয়ে গেছে তবুও কষ্ট
এঁকেছি চিত্রপটে,সব দু:খগুলো একটু
একটু করে রঙিন হবে,তারপর একদিন
নিলাম হবে,চড়া দরে বিকোবে চিত্রপট।
আস্তিন গুটিয়ে নিয়েছে সুখ,এবার যুদ্ধ
বাধবে,অথচ কোন অস্ত্র নেই,শুধু বিশ্বাস
আর ভালোবাসা দিয়ে আর কতকাল
লড়াই করা যায় সুখের অসুখ নিয়ে।
জীবনের বারোমাস‍্যায় আবর্তিত উত্থান
আর পতনের রৈখিক বন্ধন,বন্ধন ছিঁড়ে
গেলে মাথায় যন্ত্রণার দাপাদাপি,শিরায়
শিরায় চিনচিনে ব‍্য‍্যথা,ওষুধ অমিল।
এভাবেই নাকি‌ ভালো থাকা যায়,কারা
এসব বলে,তাদের কথা কানে শোনা
গেলেও চোখ দিয়ে দেখা যায় না,অন‍্য
চোখে,অন‍্য মনে দেখতে গেলেই বিপত্তি।
হৃদয়ের দরজা দিয়ে ঢুকছে যাবতীয়
বঞ্চনার রঙ,এবার অসংখ্য তুলির
আমদানি,ছবি আঁকা হয়নি বহুদিন…
প্রতিরোধের মমার্তে চিত্রকররা প্রস্তুত।
এবার আর কাক,হায়না,অথবা অপুষ্ট
শরীরের ছবি নয়,ফেলে আসা সমস্ত
ঘাত প্রতিঘাতের রং দিয়ে আঁকা হবে
ভুবনজোড়া সুখ ও স্বপ্নপূরণের ছবি।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
তোমায় অন্যরকম ভেবেছিলাম

তোমায় অন্যরকম ভেবেছিলাম

  তুলিকা আদিত্য   এরকম করে কথা বলছ কেন? কি হয়েছে? তুমি এরকম করে তো কথা বলোনা! বেশ কয়েকদিন ধরেই দেখছি তুমি আমাকে এড়িয়ে চলছো ! ...
কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতা -"মানুষ" [আবৃত্তি]

কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতা -“মানুষ” [আবৃত্তি]

মা- আশেক এলাহী

মা- আশেক এলাহী

আশোক এলাহি মুরগি যেমন ডানার নিচে আগলে রাখা ছানা, আচঁলের নিচে আগলে রাখা তিনিই হলেন মা। মা যে আমার এই পৃথিবীতে সবচেয়ে প্রিয়জন। সুখে-দুঃখে তিনি ...
যতই দেখি 

যতই দেখি 

স্বপন মুখোপাধ্যায়  শ্যামল ঘেরা এই বনানী খুশিতে মন ভরে, গঙ্গাফড়িং ঘাসে ঘাসে লাফায় জোরে জোরে। শাপলা ফোটা শালুক ফোটা শান্ত দীঘির জলে, পান্সি করে বেড়ায় ...
গল্প - ভাঙা জানালার জার্নাল

গল্প – ভাঙা জানালার জার্নাল

আশিক মাহমুদ রিয়াদ শো শো শব্দ হচ্ছে। এ শব্দের উৎপত্তি বাতাস থেকে। জানলার গ্লাসে ফাঁক দিয়ে বাতাস ঢুকে এ শব্দ তৈরী করছে। মনে হচ্ছে সমুদ্রের ...
এ নরকের শহর তোমার

এ নরকের শহর তোমার

আশিক মাহমুদ রিয়াদ তুমি কি শুনতে পাও? দূর আকাশে মেঘের গর্জন তুমি কি শুনতে পাওয়া সাঁঝবাতিতে আমার বিস্মোরণ তুমি কি জানতে পারো? কতটা যন্ত্রণায় আমি ...