রংতুলি সব হারিয়ে গেছে তবুও কষ্ট
এঁকেছি চিত্রপটে,সব দু:খগুলো একটু
একটু করে রঙিন হবে,তারপর একদিন
নিলাম হবে,চড়া দরে বিকোবে চিত্রপট।
আস্তিন গুটিয়ে নিয়েছে সুখ,এবার যুদ্ধ
বাধবে,অথচ কোন অস্ত্র নেই,শুধু বিশ্বাস
আর ভালোবাসা দিয়ে আর কতকাল
লড়াই করা যায় সুখের অসুখ নিয়ে।
জীবনের বারোমাস্যায় আবর্তিত উত্থান
আর পতনের রৈখিক বন্ধন,বন্ধন ছিঁড়ে
গেলে মাথায় যন্ত্রণার দাপাদাপি,শিরায়
শিরায় চিনচিনে ব্য্যথা,ওষুধ অমিল।
এভাবেই নাকি ভালো থাকা যায়,কারা
এসব বলে,তাদের কথা কানে শোনা
গেলেও চোখ দিয়ে দেখা যায় না,অন্য
চোখে,অন্য মনে দেখতে গেলেই বিপত্তি।
হৃদয়ের দরজা দিয়ে ঢুকছে যাবতীয়
বঞ্চনার রঙ,এবার অসংখ্য তুলির
আমদানি,ছবি আঁকা হয়নি বহুদিন…
প্রতিরোধের মমার্তে চিত্রকররা প্রস্তুত।
এবার আর কাক,হায়না,অথবা অপুষ্ট
শরীরের ছবি নয়,ফেলে আসা সমস্ত
ঘাত প্রতিঘাতের রং দিয়ে আঁকা হবে
ভুবনজোড়া সুখ ও স্বপ্নপূরণের ছবি।